ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে তিনি। শেষটাতে এসে এই বছরই জিতলেন কোপা আমেরিকার শিরোপা। তার পথ ধরে এবার যেনো সপ্তম স্বর্গে পা রাখলেন লিওনেল মেসি। ২০২১ সালের ব্যালন ডি’অর জিতলেন কোপা আমেরিকা জয়ী এই আর্জেন্টাইন তারকা। সোমবার প্যারিসে মেসির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর পুরস্কার, ব্যালন ডি’অর ২০২১।
এনিয়ে রেকর্ড সাতবার এই ট্রফি পেলেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কািটি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। বার্সেলোনায় থাকাকালীন সময়ের অর্জন। এখন তিনি পিএসজির তারকা।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষে চলতি বছর পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। তার আগে গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই অর্জনই তাকে নিয়ে গেলো অর্জনের সপ্তম স্বর্গে!
একীভূত ফিফা ব্যালন ডি’অর
২০১১ লিওনেল মেসি
২০১২ লিওনেল মেসি
২০১৩ ক্রিশ্চিয়ানো রোনালদো
২০১৪ ক্রিশ্চিয়ানো রোনালদো
২০১৫ লিওনেল মেসি
দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার ব্যালন ডি’অর
২০১৬ ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো
২০১৭ ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো
২০১৮ লুকা মদ্রিচ লুকা মদ্রিচ
২০১৯ লিওনেল মেসি লিওনেল মেসি
২০২০ রবের্ত লেভানদোভস্কি (কোভিডের কারণে দেওয়া হয়নি)
Discussion about this post