প্রায় তিন বছর অপেক্ষা শেষে জাতীয় দলে অভিষেক হয়েছে তার। তিনি আবার লোকাল হিরো। কিন্তু চট্টগ্রামেই কীনা দুঃস্বপ্ন হাজির। অভিষেক টেস্টেই চোট নিয়ে মাঠ ছাড়েন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় সোমবার মাথায় বলের আঘাত পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাউন্সারে পাওয়া চোটের কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয় বাংলাদেশের এই ক্রিকেটারকে। হাসপাতালে নেওয়া হয়েছে স্ক্যানের জন্য। তার জন্য শেষ হয়ে গেছে চট্টগ্রাম টেস্ট।
৭২ বলে তার ব্যাটে যখন ৩৬ তখনই চোটে পড়লেন। দুর্ভাগ্যজনকভাবে শেষ হলো ইয়াসির আলির ইনিংস। অভিষক টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিফটির পথে ছিলেন এই ব্যাটসম্যান। শাহিন শাহ আফ্রিদির বল হেলমেটে লাগার পর আরও এক ওভার খেলেন। এরপর চালিয়ে যেতে পারেননি। পানি পানের বিরতির সময় চিকিৎসকের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন।
মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসিরের জায়গায় কনকাশন সাব হিসেবে কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে নিয়েছে বাংলাদেশ দল। সোহান তার ক্যারিয়ারের তিন টেস্টের সবশেষটি খেলেন ২০১৮ সালে।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০তম ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদি বলটা করেন ব্যাক অফ লেন্থে। সেটাই ডাক করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়াসি। খানিকটা নিচু হয়ে বল আঘাত হানেতার হেলমেটে। মঙ্কা নিয়েই তাকে নেওয়া হলো হাসপাতালে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ কনকাশন বদলি হলেন সোহান। ২০১৯ সালে কলকাতায় দিন-রাতের টেস্টেই বাইরে যেতে হয় দুজনকে। লিটন দাসের কনকাশন বদলি হন মেহেদী হাসান মিরাজ। নাঈম হাসানের বদলি হিসেবে তাইজুল ইসলাম। এ বছরের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ সাইফউদ্দিনের কনকাশন বদলি হয়েছিলেন তাসকিন আহমেদ।
Discussion about this post