আগের দিনই ব্যাট হাতে জবাব দিয়িছিলেন তিনি। কিন্তু কে জানতো এভাবে পুড়তে হবে হতাশায়। নার্ভাস নাইটিজে ডুবলেন তিনি। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শতরানের সুবাস পেয়েও হতাই হলেন। মুশফিকের সামনে ছিল দুটি মাইলফলকের হাতছানি। কিন্তু সেটি হলো কোথায়? অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ‘নার্ভাস নাইন্টিজ’ এ আউটের রেকর্ড এখন তার।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সকালে ফাহিম আশরাফের বলে ৯১ রানে আউট হন মুশফিকুর রহিম। এই নিয়ে টেস্ট ক্রিকেটে নব্বই ছুঁয়েও সেঞ্চুরিতে করা হলো না ৪ বার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮ বার। দুটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রেকর্ড। একটি রেকর্ডে তিনি স্পর্শ করেন সাকিব আল হাসানকে, আরেকটিতে ছাড়িয়ে যান নিজেকে।।
সাকিব টেস্টে নব্বইয়ে থামেন ৪ বার। তিন সংস্করণ মিলিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছে ৭ বার। তামিম ইকবাল টেস্টে নব্বইয়ে থমকে আটকে যান ৩ বার, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬ বার।
শনিবার চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মুশফিক দিন শুরু করেন ৮২ রানে। আরেকপ্রান্তে সেঞ্চুরিয়ার লিটন দাস আউট হন আগের দিনের সঙ্গে ১ রান তুলে। অবশ্য মুশফিকের আউটটি নিয়ে সংশয় আছে। টিভি রিপ্লেতে বল যখন মুশফিকের ব্যাট পেরিয়ে যাচ্ছে, ঠিক একই সময়ে ব্যাট লেগেছে তার প্যাডে। মাঠের আম্পায়ার আউট দেন, মুশফিক রিভিউ নিয়েও আউট।
অষ্টম টেস্ট সেঞ্চুরি থেকে ৯ রানের দূরত্বে থেকে মুশির বিদায়। টেস্টে নব্বইয়ে সবচেয়ে বেশিবার আটকে যাওয়ার বিশ্বরেকর্ডের শীর্ষে আছেন যৌথভাবে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহ। তারা ১০ বার করে নার্ভাস নাইনটিজে ফিরেছেন।
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ‘নার্ভাস নাইন্টিজ’
মুশফিকুর রহিম : ৪ ইনিংস
সাকিব আল হাসান : ৪ ইনিংস
তামিম ইকবাল : ৩ ইনিংস
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি নার্ভাস নাইন্টিজ
মুশফিকুর রহিম : ৮ ইনিংস
সাকিব আল হাসান : ৭ ইনিংস
তামিম ইকবাল : ৬ ইনিংস
….
নার্ভাস নাইন্টিজে আটকা পড়ার বিশ্বরেকর্ড :
টেস্টে :
শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহ : ১০ ইনিংস
মাইকেল স্ল্যাটার : ৯ ইনিংস
আন্তর্জাতিক ক্রিকেটে :
শচিন টেন্ডুলকার : ২৮ ইনিংস
এবি ডি ভিলিয়ার্স ও রাহুল দ্রাবিড় : ১৪ ইনিংস
Discussion about this post