ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করার ৩৬ ঘণ্টা পরই বাংলাদেশ সফরে শনিবার এসেছে পাকিস্তান ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত। যে কারণে মিরপুরে একদিন পর অর্থাৎ সোমবার থেকে অনুশীলন শুরু করবে। যা চলবে আগামী বৃহস্পতিবার।
দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। এবার তারা ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে দলটি।
আগামী ১৯ নভেম্বর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর দুই দল বাকি দুই ম্যাচে লড়বে আগামী ২০ ও ২২ নভেম্বর। এরপরই শুরু লাল বলের লড়াই। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
Discussion about this post