ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল ভারত। অন্যদিকে অবশ্য দলটি রোববার আফগানিস্তানের বিপক্ষে কিউইদের হার। কিন্তু বিরা কোহলিদের প্রার্থনা ভাগ্যদেবী হয়তো শোনেনি। যে কারণে হয়েছে উল্টোটা। এদিন সুপার টুয়েলভের ম্যাচে আফগানদের ৮ উইকেটে উড়িয়ে ৪র্থ দল হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।
রোববার টস জিতে আগে বল হাতে ৮ উইকেট তুলে নিয়ে আফগানদের ১২৪ রানে আটকে দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন কেন উইলিয়ামসন। এছাড়া ৩৬ রান করেন ডেভন কনওয়ে।
সেমিতে অস্ট্রেলিয়াকে পেল নিউজিল্যান্ড। ঐ ম্যাচ জিতেলেই ফাইনালে উঠবে নিউজিল্যান্ড।
Discussion about this post