ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের শেষদিকে নিজেদের যেন হারিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের মানসিক ধকল স্পষ্ট ছিল তাদের শরীরী ভাষায়। আত্মবিশ্বাস কতটা তলানিতে পৌঁছেছিল, তা স্পষ্ট বোঝা গিয়েছিল সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে। তবে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের চাওয়া, অভিনয় করে হলেও যেন ক্রিকেটাররা আত্মবিশ্বাস প্রদর্শন করেন। এতে ভালো পারফরম্যান্সও বেরিয়ে আসবে বলে অভিমত তার।
সুজন বলেন, ‘পারফর্ম না করলে শিখতে হবে কীভাবে খারাপ সময় থেকে উঠে আসবেন। আমরা সবসময় একটা কথা বলি- ক্রিকেটে অভিনয় করা খুব জরুরী। কিছু সময় অভিনয়ও করতে হবে- আপনি আত্মবিশ্বাসী আছেন এবং স্বাচ্ছন্দেই খেলতে চান। যে ফরম্যাটে খেলবেন সে অনুযায়ী মানিয়ে নিতে হবে।’
বাংলাদেশের টি-টোয়েন্টি দল নিয়েও এবার জেগেছে প্রশ্ন। কোনো ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলে ব্যাটিং ইউনিট যেভাবে শ্লথ হয়ে যায়, তা সংক্ষিপ্ততম ফরম্যাটের সাথে কোনোভাবেই মানানসই নয়। সুজন তাই আহ্বান জানালেন, টি-টোয়েন্টিতে উইকেটে সেট হওয়ার মানসিকতা পরিহার করতে হবে, ‘৩০ রানে ২ উইকেট পড়ার পত যদি ধীরে খেলেন আর ভাবেন পরে মারব… সেই শক্তি আমাদের আছে কি না সেটাও বড় ব্যাপার। স্বয়ং ওয়েস্ট ইন্ডিজও এবার এটা পারেনি। প্রথম থেকেই মোমেন্টামটা ধরে রাখতে হবে। এজন্যই আত্মবিশ্বাস জরুরি।’
Discussion about this post