ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা ৫ হারে বৃহস্পতিবার সুপার টুয়েলভ পর্বেই থেমে গেছে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ মিশন। যে কারণে টাইগাররা পড়েছে সমালোচনার মুখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনার অভাবেই বাংলাদেশ দলের এমন করুণ অবস্থা বলে মনে করছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
বাংলাদেশ দলের করুণ পরিণতির জন্য সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী দায়ী করছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের অধীন বোর্ডকে। এখন পর্যন্ত তার অধীনে বিশ্বকাপে (ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে) বাংলাদেশের পারফরম্যান্সের অবস্থা তুলে ধরেছেন সাবের। টুইটের প্রথম অংশে তিনি লিখেছেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান) অধীনে বাংলাদেশ এই নিয়ে ৪টি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে। (বিসিবির) সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্যও।’
সাবের আরও লিখেছেন, ‘অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিল সেমিফাইনালে খেলা। কিন্তু সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি। এর মধ্যে শেষ দুই ম্যাচে একেবারেই হতাশ করে বাংলাদেশ। স্কোরকার্ডে জমা করতে পারেনি ১০০ রানও।
Discussion about this post