ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এরইমধ্যে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু এখনও একটা ম্যাচও জিততে পারেনি টাইগাররা। তাই কার্যত সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। তারপরও একটা জয় চাইছে টিম টাইগার্স। তারপরও মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে চাইছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরইমধ্যে হয়ে গেছে টস। সে ভাগ্যে নিজেদের হয়ে কথা বলেনি। যে কারণে আগে ব্যাটিংয়ে নামছে টিম টাইগার্স।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু একবারও জিতেতে পারেনি টাইগার। আজ তিন বিভাগে দাপট দেখিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল জয় ছিনিয়ে নিতে চাইছে।
বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান,নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসাইন, তাসকিন আহমেদ।
Discussion about this post