ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের সুপার টুয়েলেভে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত খেললেন নাঈম শেখ ও মুশফিকুর রহিম। দু’জনই হাফসেঞ্চুরিঊর্ধ্বো ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত তাদের ব্যাটে ভর করে শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল।
নিজেদের প্রথম ম্যাচে রোববার নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করেছে বাংলাদেশ। মুশফিক ৫৭ ও নাঈম করেন ৬২ রান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নাঈম শেখ ও লিটন দাসের ওপেনিং জুটিতে ভর করে পাওয়ার প্লেতে ৪০ রান করে টিম টাইগার্স। এরপরেই ফিরেন লিটন। সাকিব আল হাসানও দ্রুতই বিদায় নেন। এমন এক অবস্থায় নাঈমকে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। শুরু থেকেই এ তারকা তোলেন ঝড়। এক পর্যায়ে মাত্র ৩২ বলে ৪ চার ও ২ ছয়ে তিনি পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। এরমধ্যে মুশি তৃতীয় উইকেটে নাঈমের সঙ্গে গড়ে তোলেন ৭৩ রানের জুটি। এরমধ্যে নাঈম শেখও তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত নাঈমের ইনিংস থামে ৬২ রানে। আর মুশি ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে অপরাজিত থাকেন ৫৭ রানে।
সব মিলিয়ে দুই বছর পর টি-টোয়েন্টিতে মুশফিক পেলেন হাফসেঞ্চুরির দেখা। শেষ পর্যন্ত তাই বাংলাদেশও পেয়েছে চ্যালেঞ্জিং স্কোর।
Discussion about this post