ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। প্রতিক্ষ শ্রীলঙ্কার। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচ।
গত কয়েক বছরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটে নিয়মিতই খেলেছে বাংলাদেশ। বর্তমানে দুই দলের শক্তিমত্তাতেও খুব বেশি ব্যবধান নেই। বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন জমাট লড়াই হবে আজকের ম্যাচে, ‘আমার মনে হয় আমরা শ্রীলঙ্কার বিপক্ষে গত কয়েক মাসে অনেকবার খেলেছি। আমাদের মধ্যে টেস্ট, ওয়ানডেতে দারুণ কিছু লড়াই হয়েছে। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। স্কিলফুল বোলার আছে এবং কিছু বিপদজনক ব্যাটসম্যান আছে। আমাদের বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আছে। এ ধরনের কন্ডিশন আমাদের জন্য ভালো। শারজাহর উইকেট প্রায় মিরপুরের মতো। আশা করি এটা কালকের (আজ) ম্যাচে আমাদের সাহায্য করবে।’
সুপার-১২ পর্বে সব ম্যাচই বাংলাদেশ খেলবে দিনের আলোয়। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৪টায়। যা শাপেবর হতে পারে বলে মনে করেন ডমিঙ্গো, ‘আমরা খুশি খেলা শুরু হবে স্থানীয় সময় ২টায়। তার মানে ডিউ সমীকরণে থাকবে না। আমাদের স্পিনাররা প্রতিযোগিতায় ভালো করবে।’
সুপার-১২ গ্রুপ-১ এ পড়ায় বড় সুবিধা দেখছেন না ডমিঙ্গো। তার মতে, এই পর্বে প্রত্যেকে প্রত্যেককে হারাতে পারে। গতকাল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব, সাইফউদ্দিন ও লিটন দাস অনুশীলন করেননি। তারা বিশ্রামে ছিলেন। মেহেদী হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহানদের নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ। লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা নিয়ে বাড়তি চিন্তা নেই বাংলাদেশ দলের। তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে টাইগাররা। তবে ডমিঙ্গো গুরুত্ব দিচ্ছেন পাওয়ার প্লে কাজে লাগানোর ওপর। যা ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে।
Discussion about this post