ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কয়েক সিরিজের মতো বিশ্বকাপেরও রান করতে ভুগছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। আগামীকাল সুপার টুয়েলভের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। হেড কোচ রাসেল ডমিঙ্গো আশা করছেন ঐ ম্যাচে জ্বলে উঠবেন আফিফ হোসেন আর সোহান হাসানর।
বিশ্বকাপের মূল লড়াইয়ের শুরুতে আফিফ-নূরুলের জ্বলে ওঠার ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি আফিফ ও সোহান সত্যিকার অর্থেই এই ফরম্যাটে বাংলাদেশের ভালো খেলোয়াড় হয়ে উঠবে। সোহান আমাদের সত্যিকারের একজন বিগ হিটার, ইনিংসের শেষ দিকে রান এনে দিতে পারে। আফিফ সেদিন ১৩ বলে ২০ রান করল। সে ভালো করছে। আশা করছি সুপার টুয়েলভে জ্বলে উঠতে পারবে।’
ডমিঙ্গো আরও বলেন, ‘তারা আমাদের বড় খেলোয়াড়। সোহানের কিপিং অনবদ্য। সে স্টাম্পের পেছনে ১০-১২ রান আটকে দিচ্ছে। এই ম্যাচগুলোতে তেমন পার্থক্য দেখা যায়নি। আমি তাদের দু’জনের পারফরম্যান্সেই খুশি। হয়ত বড় রান আসছে না, তবে তারা দলে অসীম মূল্য যোগ করেছে।’
বাছাই পর্বের বাধা পেরিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলেও দলে উন্নতির সুযোগ দেখছেন ডমিঙ্গো, ‘প্রত্যেক বিভাগে উন্নতির সুযোগ আছে। আমরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারছি না। তবে বোলিং নিয়ে আমরা খুশি। মাঠে আমরা ভালোই পারফর্ম করছি।’
Discussion about this post