ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের গ্রুপ-২ এর রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল। এ সুবাদে দলটি নিশ্চিত করেছে এ টুর্নামেন্টের সুপার টুয়েলভ।
সুপার টুয়েলভের গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও এ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এখনও জানা যায়নি এ গ্রুপের চ্যাম্পিয়ন কারা। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ২০১৪ সালে চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কাই হবে এ গ্রুপের টেবিল টপার। আর এ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের সুপার টুয়েলভ মিশন।
আগামী রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপরের ম্যাচগুলোতে ২৭ অক্টোবর (ইংল্যান্ড), ২৯ অক্টোবর (ওয়েস্ট ইন্ডিজ), ২ নভেম্বর (দক্ষিণ আফ্রিকা) ও ৪ নভেম্বর (অস্ট্রেলিয়া) খেলবে টিম টাইগার্স।
বাংলাদেশের সুপার টুয়েলভের সূচি
২৪ অক্টোবর – প্রতিপক্ষ এ১ (শ্রীলঙ্কা), বিকেল ৪টা (শারজাহ)
২৭ অক্টোবর – প্রতিপক্ষ ইংল্যান্ড, রাত ৮টা (আবুধাবি)
২৯ অক্টোবর – প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৪টা (শারজাহ)
২ নভেম্বর – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, রাত ৮টা (আবুধাবি)
৪ নভেম্বর – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বিকেল ৪টা (দুবাই)
Discussion about this post