ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে হেরে সুপার টুয়েলভে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে ফের সম্ভাবনা জেগে ওঠে। তবে আজ বিকেল ৪টায় পাপুয়া নিউগিনিকে হারালেই সুপার টুয়েলভে উঠবে টিম টাইগার্স।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়, স্থানীয় সময় দুপুর দুইটায়। ‘বি’ গ্রুপে নিজেদের আগের দুটি ম্যাচ রিয়াদ-সাকিবরা খেলেছেন ফ্লাডলাইটের আলোয়। তবে এই ম্যাচে খেলবে দিনের আলোয়।
পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের চিন্তার নাম ব্যাটিং। বিশেষ করে মিডেল অর্ডার ও লোয়ার অর্ডার নিয়েই সমস্যায় ভুগছে টাইগাররা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, আজকের এ জায়গা গুলোতে উন্নতি করবে লাল-সবুজ প্রতিনিধিরা।
জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া বাংলাদেশ আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে। তবে পরিবর্তন আসতে পারে পাপুয়া নিউগিনির একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
Discussion about this post