বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই ব্যস্ত হয়ে উঠবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। যেদিন ওমানের মাঠে মাহমুদউল্লাহ রিয়াদরা নামবেন, সেই
১৭ অক্টোবর শুরু দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ। এই আসরে মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা।
গত বুধবার সিলেটের উদ্দেশ্যে খুলনা ছেড়েছে খুলনা বিভাগীয় দল। তার আগে ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত খুলনায় অনুশীলন করেছে তারা। শিরোপায় চোখ রেখেই মাঠে নামবে তারা।
এর আগে জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে খুলনা। যদিও বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার নেই। তারা বিশ্বকাপে অংশ নিচ্ছেন তারা। তারপরও মিঠুন আলীকে অধিনায়ক করা দল নিয়ে আশাবাদী খুলনা।
খুলনা বিভাগীয় দল
মোহাম্মদ মিঠুন আলী (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, জিয়াউর রহমান জনি, তুষার ইমরান, এনামুল হক বিজয়, নাহিদুল ইসলাম, ইমরানুজ্জামান, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ রায়হান উদ্দিন, মঈনুল ইসলাম সোহেল, আল আমিন হোসেন, মাসুম খান টুটুল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল হালিম ও অমিত মজুমদার।
Discussion about this post