সামান্য একটু উত্তাপ ছাড়া কোন অনিশ্চয়তা ছিল না। আগের দিনই নির্বাচনে বিপুল ভোটে পাশ করেছিলেন তিনি। একদিন বাদে নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হচ্ছেন নাজমুল হাসান পাপনই। টানা চতুর্থবারের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পদটিতে দেখা যাচ্ছে তাকে।
বৃহ্স্পতিবার সভাপতি বাছাইয়ের জন্য বৈঠকে বসেন ২৫ পরিচালক। বিসিবি সভাপতি হিসেবে তারা নাজমুল হাসান পাপনকেই বেছে নেন সবাই। বিসিবির পরিচালক পদের নির্বাচনে যে তিনজন সর্বাধিক ৫৩টি করে ভোট পেয়েছেন, তাদের একজন পাপন। ঢাকার ক্লাব ক্রিকেটের ভোটারদের সর্বাধিক ভোট পেয়েই পরিচালক হলেন তিনি।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতো। নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি হন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয় তাকে। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি ছিলেন পাপন। আরেক দফা দ্বায়িত্বে আসছেন তিনি।
বুধবার বিসিবি নির্বাচন হয়েছে ৩ ক্যাটাগরিতে। বিভাগ, ক্লাব ও সংস্থা ক্যাটাগরিতে ভোট দিয়েছেন ভোটাররা। সশরীরে ভোট দিয়েছেন ৫৮ জন। পোস্টাল আর ই-ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৩ জন।
ক্যাটাগরি-২ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। আরও এক মেয়াদে তার বিসিবি প্রেসিডেন্ট হওয়াটাও নিশ্চিতই হয়ে গেলো।
পাপন পেলেন ৫৩ ভোট। তার সঙ্গে জিতেছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৫৩ ভোট), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), ঈসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স, ৫২ ভোট), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং,৫২ ভোট), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্যতরুণ, ৫১ ভোট), (মিঠু, ৫০ ভোট)।
ক্যাটাগরি-১ এর ঢাকা বিভাগ থেকে চূড়ান্তভাবে বিজয়ী নাঈমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ) ও তানভীর আহমেদ টিটু (নারায়নগঞ্জ)। এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন শফিউল আলম চৌধুরী নাদেল। চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালক হলেন।
ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হলেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এ অধিনায়ক হারান ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে।
এদিকে খুলনা বিভাগ থেকে পরিচালক হলেন শেখ সোহেল। এই বিভাগের আরেক প্রতিনিধি কাজী ইনাম আহমেদ। বরিশাল বিভাগ থেকে আলমগীর খান এবারও পরিচালক নির্বাচিত হলেন। রংপুর বিভাগ থেকে পাশ আনুয়ারুল ইসলাম। রাজশাহী বিভাগে ভোটের লড়াইয়ে হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তাকে হারিয়েছেন সাইফুল আলম স্বপন।
Discussion about this post