সবই ছিল পরিকল্পনার অংশ। কিন্তু সেই পরিকল্পনার পথে হঠাৎ করেই সাইক্লোন শাহিনের প্রভাবে পাল্টে যেতে থাকে সূচি। তবে পুরোপুরি পাল্টে যায়নি। শঙ্কা জাগলেও নির্ধারিত সময়ের কিছু পর ঠিকই ওমানের পথে দেশ ছাড়ে বাংলাদেশ দল। স্বস্তির খবর
টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
স্থানীয় সময় ভোর চারটার দিকে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে টাইগার ক্রিকেটারদের বহনকারী বিমান। নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর রাত দেড়টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে ঠিকভাবেই পৌঁছল দল।
ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা কিছুটা বিলম্বিত হয়। দেশ ছাড়ার আগে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাই পর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই, তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলো আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই আমরা চেষ্টা করব যেন সেই দেয়াল ভাঙতে পারি। আপনি বলতে পারবেন না, এই ফরম্যাটে কখন কি আসবে।’
এখন এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে দলকে। এরপর কোভিড নেগেটিভ হলেই মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
তিন দিন অনুশীলনের পর ওমানে নিজেদের মধ্যে হবে প্রস্তুতি ম্যাচ। তারপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের পথ ধরবে বাংলাদেশ দল। সেখানেও এক দিন কোয়ারেন্টাইন শেষে অনুশীলন। ১২ ও ১৪ অক্টোবর আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দল ফের ওমানে ফিরবে ১৫ অক্টোবর।
এরপরই ১৭ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে লড়াই। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ। এই লড়াইয়ে পাশ করলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে টাইগাররা।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
Discussion about this post