বয়স ৩৭ ছাড়িয়েছে। ফের জাতীয় দলে খেলার সম্ভাবনাও নেই। তারপরও হাল ছাড়ছেন না মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক খেলতে চান সামনের জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল)। প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট খেলার আগেএখন চলছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। রোববার দ্বিতীয় দিনে ফিটনেস পরীক্ষা দিলেন মোহাম্মদ আশরাফুল। ১৮.১ পেয়ে উত্তীর্ণ হলেন এই তারকা ক্রিকেটার।
ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইয়ো ইয়ো টেস্টে একজন ক্রিকেটারকে ১৭.৪ পেতে হবে। সেখানে ১৮.১ পেয়ে রীতিমত চমকে দিলেন মোহাম্মদ আশরাফুল।
গত ঢাকা প্রিমিয়ার লিগে আশরাফুল শেখ জামালের হয়ে করেন ১২ ম্যাচে ২৯১। গড় ২৬.৪৫, স্ট্রাইক রেট ১১২.৭৯, হাফ সেঞ্চুরি একটি।
এ অবস্থায় আসছে ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল স্টেডিয়াম।
এদিকে এনসিএলের আগে ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টে পেসার আল আমিন ২১.২ তুলেছেন। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ স্কোর। গত মার্চে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন তিনি। এরপর হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগে। ধাক্কা সামলে ফিরলেন তিনি।
জাতীয় দলে চোখ রেখেই ভাল করতে চান লিগে। এখানে ভাল করলেই হয়তো ফের ডাক আসতে পারে জাতীয় দলে।
Discussion about this post