কিছুতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জায়গা মিলছে না সাকিব আল হাসানের। দ্বিতীয় পর্বে শুধুই দর্শক জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। এনিয়ে সমালোচনায় মুখর সাকিব ভক্তরা। বাংলাদেশের সেরা তারকা তারকাকে মাঠের বাইরে রাখা নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় সাবেক ক্রিকেটোর বিশ্লেষক আকাশ চোপড়া।
টুইটারে আকাশ চোপড়া লিখলেন, ‘সাকিব যদি কিউই হতো…।’ অসম্পূর্ণ বাক্যে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে টার্গেট করলেন তিনি। আকাশের ধারণা সাকিব নিউজিল্যান্ডের খেলোয়াড় হলে হয়তো সুযোগ পেতেন কলকাতার একাদশে।
শুক্রবার আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতার একাদশ নিয়ে উঠেছে প্রশ্ন। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনকে বসিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্টকে নেয় কলকাতা। একজন পেসারের বদলে ব্যাটসম্যান, মজার ব্যাপার হলো দুজনই কিউই।
এবার আইপিএলে আমিরাত পর্বে এখনো মাঠে নামার সুযোগ পেলেন না সাকিব। কলকাতার হয়ে এ মৌসুমে প্রথম ৩ ম্যাচে খেলেন এই টাইগার অলরাউন্ডার। ৩ ম্যাচে ব্যাট হাতে করেন ৩৮ রান। সর্বোচ্চ ইনিংস ২৬। বল হাতে নেন ২ উইকেট। এরপরই শাহরুখ খানের দল তাকে বসিয়ে নামায় সুনীল নারাইনকে।
এদিকে সাকিবকে কেন দলে নেওয়া হলো না-এনিয়ে কলকাতার প্রধান কোচ ম্যাককালাম বলছিলেন, ‘দেখুন, সাকিবকে তো খেলানো যেতই। আমাদের স্কোয়াডে অনেক বিকল্প আছে। কোচ হিসেবে সিদ্ধান্ত নেওয়ার সময় মাঝেমধ্যে নিজের মনের ওপর আস্থা রাখতে হয়। সিপিএলে মিডল অর্ডারে ভাল খেলেছে টিম সেইফার্ট। দল নির্বাচনের কথা উঠলে সাকিব সব সময়ই আলোচনায় থাকে।’
Discussion about this post