অনেক দিনই হলো প্রতিযোগিতামূলক ম্যাচে নেই মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি তার সতীর্থদের কাছে সব সময়ই আদর্শ। তার জনপ্রিয়তা তুঙ্গে। এরমধ্যে আসছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে খেলার পরিকল্পনা করেছেন তিনি। প্রস্তুতি শুরু করতেই বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন সাবেক বাংলাদেশ অধিনায়ক।
সেখানে অবশ্য নিজে বনে গেলেন শিক্ষক। তার ক্লাসে ছাত্র বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদ আর সৌম্য সরকার। তাদের টিপস দেওয়ার ফাঁকে টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দেখা হলো মাশরাফির। জড়িয়ে ধরলেন দু’জন।
মাঠে মাশরাফির টিপস প্রসঙ্গে কথা বললেন তাসকিন। এই পেসার যা বললেন তার চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-
মাশরাফির সঙ্গে কী টিপস পেলেন…
ভাইয়াকে বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ আমার আসলে পেস, স্যুয়িং এইগুলা উন্নতি হচ্ছে কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ার বল উন্নতি করতে চাই। ভাইয়াকে বলতাম। ভাইয়ে এসে কিছু গ্রিপ দেখালো যে একেকজনের একেক রকক অ্যাকশন হয়। এইগুলা একটু চেষ্টা করে দেখতে পার। আমার কাছে ভালো লাগল কিছু কাটারের গ্রুপ দেখিয়েছে। আশা করি এইগুলা প্রয়োগ করলে ফল হবে।
আর কী বললেন অধিনায়ক…
‘মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছে। আর বলেছে একসঙ্গে এত কিছু নিয়ে ত কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছে। তো ওইটাই দেখাল। বলল যদি ভাল লাগে এটা কন্টিনিউ করতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা।ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছে এটা অনেক। আমার স্লোয়ার অন্যদের থেকে একটু উইক। কাজেই আজ যে গ্রিপ দেখিয়েছে এইগুলা আগেরগুলোর থেকে ভিন্ন।
পেস চলবেই…
পেসের সঙ্গে আমার কোন কম্প্রমাইজ নাই। আমি মোস্তাফিজ হতে পারব না। মোস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আরকি। আমি কাটার আগেও করতাম। আমারটা একটু সোজা যেত, কম ঘুরত। স্লোয়ারটা কি আসলে সেইম অ্যাকশনে একটু পেস কমে গ্রিপ করা। সেটাই চেষ্টা করছি।’
‘আমার শক্তি যেটা পেস বাউন্স এটার সঙ্গে এটা যোগ হলে আরেকটা বিকল্প হতে পারে। মাশরাফি ভাই বলেছে যদি ভাল লাগে তাহলে চেষ্টা করবা। হয়ত একটু সময় লাগবে। যদি শিখতে পারি আমার মনে হয় ভাল হবে। আগে তো মিরপুরের উইকেটেও আমার কাটার ধরত না। এখন একটু ধরছে। আরও অনুশীলন করব, আরও আত্মবিশ্বাসী হবো। হয়ত ভাল হবে।
মুস্তাফিজের মতো কাটার আমি পারব না। আমার পেসের সঙ্গে, সুইংয়ের সঙে আগের থেকে বেটার কাটার যদি করতে পারি তাহলে একটা অপশন বাড়বে।
Discussion about this post