শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই ছিল বাকি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন রমিজ রাজা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন সাবেক এই অধিনায়ক। তিন বছরের মেয়াদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
গত আগষ্টে এহসান মানি অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান হতে শুধু রমিজই মনোনয়নপত্র জমা দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির প্যাট্রন ইন চিফ ইমরান খান গত ২৭ আগস্ট মনোনীত করেন তাকে। এবার গভর্নিং বোর্ডের ছয় সদস্য ভোট দেন রমিজকে। ৫৯ বছর বয়সী রমিজ পিসিবির ৩৬তম চেয়ারম্যান হলেন।
বোর্ড প্রধান হওয়া পাকিস্তানের চতুর্থ সাবেক ক্রিকেটার তিনি। আবদুল হাফিজ কারদার (১৯৭২-৭৭), জাভেদ বুরকি (১৯৯৪-৯৫) ও ইজাজ বাটের (২০০৮-১২) হয়েছিলেন পিসিবির চতুর্থ প্রধান। এবার বিশ্বকাপ জয়ী রমিজও নাম লেখালেন সেই তালিকায়।
আগেও বোর্ডের সঙ্গে ছিলেন পাকিস্তানকে ৫ টেস্ট ও ২২ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া এই ব্যাটসম্যান। ২০০৩ থেকে ২০০৪ সালে প্রধান নির্বাহী ছিলেন পিসিবির। পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে খেলে ৮৬৭৪ রান করা রমিজ এখন ব্যস্ত ধারাভাষ্যকার।
দায়িত্ব নিয়ে রমিজ রাজা বলেন, ‘পাকিস্তানের দলে একটা ভারসাম্যপূর্ণ সংস্কৃতি, মানসিকতা, আচরণ গড়ে তোলার দিকে অন্যতম বড় নজর থাকবে। এসবই একসময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট জাতি হিসেবে গড়ে তুলেছিল। প্রতিষ্ঠান হিসেবে জাতীয় দলকে পুরো সমর্থন দিতে হবে আমাদের, সহায়তা করতে হবে।’
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই কিছু উল্টে পাল্টে গেছে পাকিস্তান ক্রিকেটে। প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। পাকিস্তানের বিশ্বকাপ দল গঠনেরও বড় ভূমিকা রেখেছেন রমিজ।
Discussion about this post