টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে এখনো সরগরম। বিশেষ করে তামিম ইকবালের না থাকাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেকেই বলছেন তামিমের সঙ্গে নাকি সম্পর্কটা ভাল যাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। এ কারণেই নাকি এতোসব। অবশ্য তামিম তো আগেই বলেছিলেন, তিনি খেলবেন না বিশ্বকাপে!
তবে গণমাধ্যমে এমনও খবর ছিল- অধিনায়ক রিয়াদের পছন্দের তালিকায় ছিলেন না তামিম। টি-টুয়েন্টি অধিনায়ক যেহেতু চান না তামিমকে। এ কারণেই নাকি তিনি এই সংস্করণ থেকে সরে গেছেন।
নিউজিল্যান্ডের সিরিজ শেষে শুক্রবার এনিয়ে মুখ খুলণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, তামিম-মাহমুদউল্লাহর মধ্যে কোনো দূরত্ব নেই। পাপন বলেন, ‘দেখুন, প্রথম কথা হচ্ছে বায়ো-বাবলের জন্য এখন দলের কাছাকাছি যাওয়া যায় না। তবুও আমি যতটুকু জেনেছি কোনো সমস্যা নেই। আমি যতটুকু দেখেছি কোনো সমস্যা পাইনি। জালাল ভাই আগের সফরে দলের সঙ্গে গিয়েছিল, আমি তাকে জিজ্ঞাসা করেছি, ববি ভাই গিয়েছেন তাকে জিজ্ঞাসা করেছি। তারা কেউ কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই আমি বলব, এই প্রসঙ্গে মন্তব্য করার কোনো কারণই আমি দেখছি না।’
এমনিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে কখনোই খুব ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। তবে এবারের ভাল হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিব আল হাসান তাকে আশা দিয়েছেন। তিনি বলেন, ‘সাকিব আমাকে বলেছে, আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন এমন কথা বলে, তার মানে দলের প্রতিও একটা বিশ্বাস আছে। এটা গুরুত্বপূর্ণ।’
অবশ্য ঘরের মাঠে দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গে থাকছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের আগে দেশের মাঠে গত মাসে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
Discussion about this post