হতাশায় ডুবে যাওয়া ছাড়া আর কি কোন উপায় আছে? দল খারাপ করতেই পারে, তাই বলে টেস্ট ইনিংসে ৭৮ রানে অলআউট! বুধবার তেমনই লজ্জায় ডুবল ভারতীয় দল। হেডিংলি টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪০.৪ ওভারেই শেষ তাদের ইনিংস। আগের টেস্টে লর্ডসে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসে পূর্ণ ছিল বিরাট কোহলির দল।
ম্যাচে ভারতের ইনিংসে আঘাতটা হানেন প্রথমে জেমস অ্যান্ডারসন। শুরুতে ৮ ওভারে মাত্র ৬ রানে ৩ উইকেট নেন। বুঝিয়ে দেন ৩৯ বছর বয়সেও তিনি সেই অপ্রতিরোধ্য। তারপর অন্য তিন পেসার- অলিভার রবিনসন, ক্রেইগ ওভারটন ও স্যাম কারান শেষ করে দেন ভারতের ইনিয়স।
এই ব্যাটিং ব্যর্থতায় লজ্জার নতুন রেকর্ডে পা দিল ভারত। টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এটিই ভারতের সবচেয়ে কম রান। ১৯৫৮ সালের পর থেকে ইংল্যান্ডের লিডসের মাঠে টস জিতে কোনও দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন রান। ভারত টস জেতার পরে ব্যাট করতে নেমে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন রান। ইংল্যান্ডের মাটিতে টসে জিতে ৬৩ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর!
রিশব পান্ত অবশ্য এমন ব্যাটিং ভরাডুবির পর চোখ রাখতে চান সামনে। ভুল থেকে শেখার পরিকল্পনা তার। বলছিলেন, ‘এটা খেলার অপরিহার্য অংশ। ব্যাটিং ইউনিট প্রতিদিনই শতভাগ দিতে চায়, কিন্তু কখনও কখনও দিনটি ভালো যায় না। সকালে উইকেট একটু নরম ছিল এবং তারা ভালো জায়গায় বল করেছে। নিজেদের আরও ভালোভাবে মেলে ধরতে পারতাম আমরা। ভুল থেকে আমরা শিখতে পারি এবং সামনে তাকাতে পারি।’
Discussion about this post