ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘোষণা করা হয়েছে চলতি বছরে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ সফরের ৯ ক্রিকেটারকে জায়গা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজজুড়ে সবচেয়ে ধারাবাহিক মিচেল মার্শ রয়েছেন সেই দলে। ম্যাথিউ ওয়েডও আছেন সেই দলে।
এই দুই ক্রিকেটারের পাশাপাশি মূল স্কোয়াডে জায়গা পেলেন অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, আর মিচেল সোয়েপসন। আর অতিরিক্ত দুই খেলোয়াড় হিসেবে দলে আছেন বাংলাদেশ সফর করে যাওয়া নাথান অ্যালিস আর ড্যান ক্রিশ্চিয়ান।
ইনজুরিতে ছিলেন স্টিভেন স্মিথ। স্থগিত হওয়া আইপিএলের পর থেকে মাঠে নামা হয়নি তার। কনুইয়ের চোট কাটিয়ে ফিরলেন তিনি। বিশ্বকাপ দলের এই ১৮ জনের মধ্যে ১১ জনই আইপিএল খেলতে আমিরাতে থাকবেন। বাকিরা সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়া থেকে রওনা হবেন।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যার আয়োজক অবশ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। করোনার কারণে টুর্নামেন্ট ভারতে থেকে নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
অতিরিক্ত: ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।
Discussion about this post