ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত সোমবার মিরপুরের শেরেবাংলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেই সোজা বিমানবন্দরে চলে যান তিনি। এরপর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাকিব আল হাসান। গন্তব্যটা তো ক্রিকেটপ্রেমীদের জানা-মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানেই থাকে তার পরিবার। তাই ছুটি পেলেই বিশ্বসেরা অলরাউন্ডার চলে যান দেশটিতে।
যদিও এই যাত্রায় হাতে সময় বেশি নেই। এই মাসের ২৪ তারিখে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অজিদের মতো তাদের বিপক্ষেও ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। তার আগে প্রায় দুই সপ্তাহের মতো ছুটি পেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ছুটি কাজে লাগিয়ে রিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে চলে গেলেন সাকিব। স্ত্রী-সন্তানদের নিয়ে এখন তো দারুণ সময় কাটছে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের।
তিন সন্তান আর স্ত্রী থাকেন যুক্তরাষ্ট্রে। সুযোগ পেলেই তাদের সঙ্গে যোগ দেন সাকিব। এবারও তাই করলেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভব্তদের সঙ্গে সেই আনন্দের ছবি ভাগাভাগি করে নিচ্ছেন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। বাড়িতে বারবিকিউ পার্টি করছেন। শনিবার শিশির আরেকটি ছবি পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে সন্তানদের নিয়ে আনন্দে সময় কাটছে তার। শিশির ছবিটি দিয়ে লিখলেন, ‘আমার সবকিছু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।’ সংগতভাবেই অনুমান করা যাচ্ছে ছবিটি তার তোলা।
সাকিবের পরিবার স্থায়ীভাবে বসবাস করছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান থাকেন সেখানে। দুই কন্যার মতো পুত্র সন্তানেরও জন্ম হয় যুক্তরাষ্ট্রে। এ বছরের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব। পুত্র সন্তান নাম রাখা হয়েছে আইজাহ আল হাসান। ২০১৫ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম। গেল বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম ইরাম হাসান।
২০১২ সালের ১২ ডিসেম্বর মানে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব। এরপর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ করেই সময় কাটে সাকিবের। ছুটি কাটিয়ে এ মাসেই ফেরার কথা তার। পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। যেখানে খেলবেন সাকিব।
Discussion about this post