ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ সতর্ক অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার্টার্ড প্লেনে ভ্রমণ করছে তারা। ঝুঁকি এড়াতে চেষ্টার কোনো কমতি তারা রাখছে না নিজেদের দিক থেকে। বাংলাদেশে করোনা সংক্রমণের এই তীব্রতার সময়ে আরও বেশি সতর্ক অজিরা। বিস্ময়কর হলেও সত্য মিরপুরের শেরেবাংলায় ম্যাচের দিন কোন খাবারই মিলবে না!
এমনিতে আন্তর্জাতিক সিরিজ মানেই ড্রেসিংরুমে থাকে মজার সব খাবার। পাঁচ তারকা হোটেল কিংবা প্রসিদ্ধ কোনো রেস্তোরাঁ থেকে আসে সেই খাবার। কিন্তু করোনা ঝুঁকির কথা ভেবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজে দুই দলের খেলোয়াড়রা নিজেদের খাবার নিজেরাই মাঠে নিয়ে আসবেন! কোনো ক্যাটারিং সার্ভিস থেকে খাবার নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ঢাকায় পা দিয়েই বেশ সতর্ক অজিরা। আর বিসিবিও বেশ সমর্তন দিচ্ছে। হোটেলে অস্ট্রেলিয়া দলের জন্য আলাদা জিমের ব্যবস্থা করা হয়েছে। দলটির সুইমিংপুলও আলাদা। হোটেলে নিজেদের কক্ষ, টয়লেট, সবই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেরা পরিষ্কার করছেন। হোটেলকর্মীদের কোনো সাহায্য নিচ্ছে না অতিথি দল।
এর আগে ভাড়া করা বিমানে ঢাকায় এসে বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ছাড়া ৩২ সদস্যের দল চলে যায় হোটেলে। জৈব সুরক্ষাবলয় নিশ্চিত করতে হোটেল ইন্টার কন্টিনেন্টালের মোট ২১৫টি কক্ষের ভাড়া নিয়েছে বিসিবি। জানা গেছে, অস্ট্রেলিয়া দল তো নিজেদের সঙ্গে শেফও নিয়ে এসেছে।
Discussion about this post