ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুর সঙ্গে শেষে কী মিল। জয়ে শুরু জয়ে শেষ। মাঝের ম্যাচটিতেও হাসিমুখ। এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জয়ের সঙ্গে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ২৯৮ রান টপকে যেতে সেই অর্থে বেগ পেতে হয়নি। ১২ বল হাতে রেখেই টাইগাররা জয়ের বন্দরে।
মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে চোট নিয়েও দারুণ ব্যাট করলেন তামিম ইকবাল। অধিনায়ক করলেন সেঞ্চুরি। ফিরেই ব্যাট কথা বলল নুরুল হাসান সোহানের। তার পথ ধরেই প্রথমবার জিম্বাবুয়েকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
তামিমের ক্যারিয়ারের চতুর্দশ ওয়ানডে সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ পেলো পঞ্চাশতম জয়। এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে আরেকটি সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করল বাংলাদেশ। এর আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ পয়েন্ট পেয়েছিল টাইগাররা।
এদিন হাঁটুর চোট নিয়েও দারুণ খেলেন তামিম। ৪৬ বলে করেন ফিফটি। এরপর ওয়ানডেতে নিজের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন। ৮৭ বলে দেখা পান তিন অঙ্কের। শেষ পর্যন্ত দলকে জয়ের মঞ্চ তৈরি করে দিয়ে ৯৭ বলে তিন ছক্কা ও আট চারে তামিম তুলেন ১১২ রান। ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনিই। আর সুপার লিগে দ্বিতীয়বারের মতো সিরিজ সেরা সাকিব।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৪৯.৩ ওভারে ২৯৮ (চাকাভা ৮৪, মারুমানি ৮, টেলর ২৮, মায়ার্স ৩৪, মাধেভেরে ৩, রাজা ৫৭, বার্ল ৫৯, জঙ্গুয়ে ৪* টিরিপানো ০, চাতারা ১, মুজারাবানি ০; তাসকিন ১০-১-৪৮-১, সাইফ ৮-০-৮৭-৩, মুস্তাফিজ ৯.৩-০-৫৭-৩, মাহমুদউল্লাহ ১০-০-৪৫-২, সাকিব ১০-০-৪৬-১, মোসাদ্দেক ২-০-১৩-০)।
বাংলাদেশ: ৪৮ ওভারে ৩০২/৫ (লিটন ৩২, তামিম ১১২, সাকিব ৩০, মিঠুন ০, মাহমুদউল্লাহ ০, সোহান ৪৫*, আফিফ ২৬*; মুজরাবানি ৮-০-৪৩-০, চাতারা ৮-০-৫৬-০, জঙ্গুয়ে ৭-০-৪৪-১, টিরিপানো ৭-০-৬১-২, মাধেভেরে ১০-০-৪৫-২, রাজা ৫-০-২৩-০, বার্ল ৩-০-২৩-০)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০তে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা: তামিম ইকবাল
সিরিজসেরা: সাকিব আল হাসান
Discussion about this post