ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কী বলা যায়, সহজ ম্যাচটা কঠিন করে জিতল বাংলাদেশ? হয়তো তাই। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখেও অনায়াস জয়ের দেখা মিলল না। তবে জয় তো জয়ই। শেষ পর্যন্ত মুখে হাসি টাইগারদের। জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারাল দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ আগেই জিতে নিল তামিম ইকবালের দল।
ইতিহাস জানাচ্ছে-দেশের বাইরে এটি বাংলাদেশের ষষ্ঠ সিরিজ জয়। আর দেশের মাটিতে জয় ২২ সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে ১৮টি। সব মিলিয়ে বাংলাদেশ জিতেছে ১২টি। হেরেছে ছয়টিতে।
রোববার ম্যাচে জয়ের নায়ক নিশ্চিত করে সাকিব আল হাসান। এক প্রান্ত আগলে রেখে তার অসাধারণ ইনিংসই দলকে এনে দিয়েছে দারুণ এক জয়। শেষ ওভারে এসে রোমাঞ্চকর লড়াইয়ে তিন উইকেটে জয়ের সঙ্গে সিরিজটাও জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সময়ের ঘড়ি বলছে এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জিতল বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাঠে শেষবার সিরিজ জেতার তৃপ্তি পেয়েছিল টাইগাররা।
তবে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়টা অনায়াস ছিল না বাংলাদেশের। ২৪০ রান পুঁজি নিয়ে ম্যাচটা বেশ জমিয়ে তুলেছিল জিম্বাবুয়ে। তারা লড়াই টেনে নেয় শেষ ওভার অব্দি। শেষ ৬ বলে দরকার ছিল ৩ রান। মুজারাবানির প্রথম বলে সাকিব আর টেনশনে রাখলেন না। হাঁকালেন বাউন্ডারি। স্বস্তির সুবাতাস তখন বাংলাদেশ শিবিরে।
আর জয়ের কৃতিত্বটা সাকিবের সঙ্গে মোহাম্মদ সাইফ উদ্দিনেরও। দু’জন অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন। আর দলকে এনে দেন মনে রাখার মতো এক জয়। পাঁচ বল বাকি থাকতেই হাসিমুখ। দলকে জিতিয়ে ১০৯ বলে ৮ চারে ৯৬ রানে অপরাজিত সাকিব। এক চারে ৩৪ বলে ২৮ রান তুলে অন্যপ্রান্তে অপরাজিত সাইফ।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ ২০ জুলাই। যেখানে হোয়াইটওয়াশের মিশনে নামবে তামিম ইকবালের দল।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (কামুনহুকামউই ১, মারুমানি ১৩, চাকাভা ২৬, টেইলর ৪৬, মায়ার্স ৩৪, মাধেভেরে ৫৬, রাজা ৩০, জঙ্গুয়ে ৮, মুজারাবানি ০, চাতারা ৪*, এনগারভা ৭*; তাসকিন ১০-০-৩৮-১, সাইফ ১০-০-৫৪-১, মিরাজ ৭.২-০-৩৪-১, শরিফুল ১০-০-৪৬-৪, সাকিব ১০-০-৪২-২, মোসাদ্দেক ১.৪-০-৭-০, আফিফ ১-০-১১-০)
বাংলাদেশ: ৪৯.১ ওভারে ২৪২/৭ (তামিম ২০, লিটন ২১, সাকিব ৯৬*, মিঠুন ২, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ২৬, মিরাজ ৬, আফিফ ১৫, সাইফ ২৮*; মুজারাবানি ৯.১-১-৩১-১, চাতারা ৭-১-৫২-০, জঙ্গুয়ে ৮-০-৪৬-২, এনগারাভা ৯-১-৩৩-১, মাধেভেরে ১০-০-৩৯-১, রাজা ৬-০-৩৩-১)
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সাকিব আল হাসান।
Discussion about this post