- প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তাও আবার দেশের বাইরে মিশন। কিন্তু সেই লড়াইয়ের দেশ ছাড়ার আগে তিক্ত অভিজ্ঞতাই হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। ভিসা জটিলতায় আটকে আছে তার সফর। তবে বুধবার মিলেছে স্বস্তির খবর। জটিলতা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল রুবেল ও শামীমের ভিসা সমস্যার সমাধান করা গেছে।
সব ঠিক থাকলে বৃহস্পতিবার ভোরে তারা জিম্বাবুয়ের পথ ধরবেন শামীম ও তারকা ক্রিকেটার রুবেল হোসেন। জিম্বাবুয়েতে বাংলাদেশ ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিচ্ছেন তারা।
তাদের আগেই টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলতে শুক্রবার দেশ ছাড়েন বেশ কয়েকজন। এরমধ্যে তারা দোহা ও জোহানেসবার্গ হয়ে পরদিন সকালে হারারেতে পা রাখেন। সেই দলে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান, নাসুম আহমেদ ও সৌম্য সরকার।
বাংলাদেশ দলের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন তারা। ১৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এরপর শেষ দুটি ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই লড়াইয়ের আগে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে টাইগারদের।
ওয়ানডে দল-
তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
টি-টুয়েন্টি দল-
মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম পাটোয়ারি, নুরুল হাসান, নাসুম আহমেদ, মাহেদি হাসান, আমিনুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
Discussion about this post