ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের মঞ্চ তৈরি বাংলাদেশ। পাহাড় সমান এক লক্ষ্য দিয়েছে প্রতিপক্ষকে। হারের টেস্টের চতুর্থ দিনেই জয়ের পথ করে নিয়েছে মুমিনুল হকের দল। চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের সামনে যে লক্ষ্য, আগে কখনই প্রতিপক্ষকে এত বড় টার্গেট দিতে পারেনি টাইগাররা।
হারারে টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের জিততে চাই ৪৭৭। বাংলাদেশ টেস্টে ২১ বছরে এই প্রথম কোনো দলকে সাড়ে চারশর বেশি লক্ষ্য দিতে পারল। মাহমুদউল্লাহর ১৫০ রানের অপরাজিত ইনিংস, লিটন দাসেন ৯৫ ও তাসকিন আহমেদের ৭৫ রানের বাংলাদেশ এই টেস্টের প্রথম ইনিংসে করে ৪৬৮ রান।
এরপর মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিন যাদুতে দল পায় ১৯২ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে শনিবার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪৭৬ রানে লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর আগে টেস্টে তিনবার চারশর বেশি লক্ষ্য নিতে পেরেছে বাংলাদেশ।
এই জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের সামনে টার্গে ছিল ৪৪৯। বাংলাদেশ এরপর জিতে ১৮৬ রানে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের টার্গেট ছিল ৪৪৩। বাংলাদেশের জয় ২১৮ রানে। এবার মুমিনুলরা কতো রানে জয় পায় সেটাই এখন দেখার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৮/১০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৬/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৪৫/০) ৬৭.৪ ওভারে ২৮৪/১ (ডি.)(সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*; মুজারাবানি ১২-৪-২৭-০, এনগারাভা ৯-০-৩৬-১, টিরিপানো ১১-২-৩৩-০, নিয়াউচি ১০-১-৩৬-০, শুম্বা ১২.৪-০-৬৭-০, কাইয়া ১৩-২-৮৪-০)।
Discussion about this post