হঠাৎ করেই বিপাকে পড়ে গেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের একমাত্র টেস্ট শুরুর ২৪ ঘন্টাও যখন বাকি নেই তখন দুঃসংবাদ।
স্বাগতিকরা পাচ্ছেনা তাদের দলের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসকে। দলে নেই চোট কাটিয়ে ফেরা ক্রেইগ আরভিনও। কোভিড আক্রান্ত পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন উইলিয়ামস ও আরভিন। এ কারণে জিম্বাবুয়ের জাতীয় স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী সতর্কতা হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে তাদের।
বুধবার জিম্বাবুয়ে মিডিয়া ম্যানেজার ডার্লিংটন জানান, উইলিয়ামস ও আরভিন কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে, ‘নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু দলে যোগ দিতে পারেননি তারা। করোনা আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তারা দুজনই এখন সেলফ আইসোলেশনে রয়েছেন। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর।’
টেলরও নেতৃত্ব দিতে প্রস্তুত। বুধবার বলেন, ‘অভিজ্ঞ কয়েকজনকে পাচ্ছি না আমরা। কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে আমাদের। এটা তাদের জন্য বড় এক সুযোগ। আমি ওদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’
সফরে জিম্বাবুয়ের সঙ্গে একটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে। টেস্ট মিস করলেও শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন একই সঙ্গে সীমিত পরিসরের সিরিজে ফিরবেন। ১৬, ১৮ ও ২০ জুলাই তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।
Discussion about this post