অবশেষে ব্যাটিং কোচ আর বোলিং কোচ পেয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন দুই সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স ও রঙ্গনা হেরাথ। দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান প্রিন্স হলেন ব্যাটিং পরামর্শক। মানে দলের ব্যাটিং কোচ। শ্রীলঙ্কান স্পিন গ্রেট হেরাথ স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন বাংলাদেশ দলে।
অবশ্য এরমধ্যে প্রিন্সকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য। হেরাথের সঙ্গে চুক্তি এ বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ অব্দি। জিম্বাবুয়েতেই দলের সঙ্গে যোগ দেবেন হেরাথ। তিনি যে বোলিং কোচ হচ্ছেন সেটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। মাঝে অবশ্য বলা হচ্ছিল-পারিশ্রমিকে তার সঙ্গে বনিবনা হচ্ছে না।
তবে সব গুঞ্জন শেষে ৪৩ বছর বয়সী হেরাথ স্পিন কোচ হলেন সাকিবদের। তার কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে বাংলাদেশকে দিয়ে। অবশ্য এর আগেই আইসিসি ও ক্রিকেট শ্রীলঙ্কার লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন তিনি। তিনি টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি বোলার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ২০১৮ সালের নভেম্বরে। ক্যারিয়ারে ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন তিনি। হেরাথ ওয়ানডেতে ৭১ ম্যাচে ৭৪ উইকেট। টি-টুয়েন্টিতে ১৭ ম্যাচে ১৮ উইকেট তার।
স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটোরির সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয় গত ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরের পরই। তারপর ভারপ্রাপ্ত হিসেবে শ্রীলঙ্কা সফরে ছিলেন বিসিবির কোচ সোহেল ইসলাম। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিল বোলিং কোচ ছাড়াই খেলেছে দল।
এদিকে প্রিন্সের কোচ হিসেবে বেশ অভিজ্ঞ। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে পরের বছরই দক্ষিণ আফ্রিকার নির্বাচক হন। কোচিংয়ে ক্যারিয়ার শুরু ২০১৬ সালের সেপ্টেম্বরে। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি কোপ কোবরাস-এর সহকারী কোচের দায়িত্ব নেন। তিনি হয়েছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচও। ২০১৯ সালের ভারত সফরে ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গেও ছিলেন প্রিন্স।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট ও ৫২ ওয়ানডে খেলেছেন প্রিন্স। করেছেন সাড়ে ৭ হাজার রান। টেস্ট সেঞ্চুরি ১১টি। ২০০৬ সালে গড়েন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়ক হন তিনি। এবার ৪৪ বছর বয়সী প্রিন্স হবেন তামিম ইকবালদের পরামর্শক। আগে এই দ্বায়িত্বে ছিলেন জন লুইস।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শনিবার জানান, পারফরম্যান্স ভালো হলে নতুন এই দুই কোচের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াবে বিসিবি। জিম্বাবুয়ে সফর দিয়েই শুরু হবে তাদের পরীক্ষা। মঙ্গলবার রাতে দেশ ছাড়বে টাইগাররা। যেখানে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দল।
Discussion about this post