তিনি ছিলেন টি-টুয়েন্টি আর ওয়ানডে দলের সদস্য। টেস্ট দলের বাইরেই রাখা হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু শনিবার হঠাৎ করেই সিদ্ধান্ত বদলালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হঠাৎ করেই টেস্ট দলে নেওয়া হলো টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
এর আগে জিম্বাবুয়েতে এক ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ছিল বাংলাদেশের। সেখানে যোগ করা হলো আরও একজন। এক শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে মাহমুদউল্লাহকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে বিসিবি। অনেক দিন ধরেই টেস্টে নেই মাহমুদউল্লাহ।
৪৯ টেস্ট খেলা রিয়াদ তার সবশেষটি খেলেন গত বছরের ফেব্রুয়ারিতে। পাকিস্তান সফরের পর আর টেস্টে সুযোগ পাননি। রাওয়ালপিণ্ডিতে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে নাসিম শাহর হ্যাটট্রিক ডেলিভারিতে বাজে শটে আউট হন তিনি। সবশেষ ৮ টেস্ট ইনিংসের কোন ফিফটি না থাকলেও দলে জায়গা পেলেন রিয়াদ।
এরমধ্যে গত বছর লাল ও সাদা বলের জন্য বিসিবির আলাদা কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহকে রাখা হয় শুধু সাদা বলের ক্রিকেটে।
সবঠিক থাকলে মঙ্গলবার ভোর রাতে জিম্বাবুয়ের হারারের পথে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সফরের একমাত্র টেস্ট ৭ জুলাই থেকে। এরপর তিন ম্যাচ ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিকদের সঙ্গে লড়বে টাইগাররা।
জিম্বাবুয়ে সফরের টেস্ট দল-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।
সফর সূচি-
একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টুয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টুয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টুয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
#সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
Discussion about this post