ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনেক নাটকই হয়েছে। বারবারই সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে অজি ক্রিকেট। এবার আর সেই সুযোগ নেই। অস্ট্রেলিয়ার যতো কঠিন শর্তই হোক মেনে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে আসার আগে তিনটি কঠিন শর্ত জুড়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের দেওয়া শর্তগুলোর দুটি মেনে নিয়েছে বিসিবি। এর অর্থ সবঠিক থাকলে আগস্টে বাঙলাদেশে খেলতে নামবে অজি ক্রিকেট দল।
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসবে অস্ট্রেলিয়া দল। এই সফরের আগে শর্তগুলো ক্রিকেট অস্ট্রেলিয়া দিয়েছিল সেটি করতে রাজি হলো বিসিবি। তিন শর্তের প্রথমটি ছিল যে হোটেলে দলকে রাখা হবে সে হোটেলে যেন দুই দলের ক্রিকেটার আর স্টাফ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে না পারে।
বিসিবির জন্য এটি ব্যয়বহুল। তারপরও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করেছে। দুই দলকেই রাখা হবে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। আরেকটি শর্ত ছিল পাঁচটি ম্যাচই হতে হবে এক ভেন্যুতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই শর্তেও রাজি বিসিবি।
সঙ্গে আরেকটি শর্ত ছিল ইমিগ্রেশন ছাড়াই সরাসরি হোটেলে উঠবে দলের অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এই ইস্যু নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও সিভিল এভিয়েশনের চারটি টিমের সঙ্গে আলোচনা করছে বিসিবি। এখানেও মিলছে ইতিবাচক সাড়া।
অজি ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই বাংলাদেশে আসবে। এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল সহ ৭ ক্রিকেটার।
Discussion about this post