জিম্বাবুয়ে সফরের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) খেলতে গিয়ে ইনজুরিতে পড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সঙ্গে এটি দুঃসংবাদ আবাহনী লিমিটেডের জন্য। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির বাকি ম্যাচগুলিতে তারা পাচ্ছে নাকে। আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলেন আবাহনীর অধিনায়ক।
আগামী সোমবার রাতে জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। তার আগে মুশির চোট ভাবাবেই টিম ম্যানেজম্যান্টকে। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে কিপিং করার সময় ফিল্ডারের থ্রো সরাসরি লাগে তার আঙুলে। এরপরই ব্যথায় বেশ কাবু হয়ে যান তিনি।
মাঠে খানিকটা চিকিৎসা নেওয়ার পর কিপিং করেন। ব্যাটিংও করেন। কিন্ত এরপরইব্যথা থাকায় প্রথমে এক্স-রে করানো হয়। তাতে কিছু ধরা না পড়ায় স্ক্যান করানো হয়। এরপর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি সংবাদমাধ্যমকে বলেন, মুশফিক দ্রুত সেরে উঠবেন।
তিনি বলেন, ‘দেখুন মঙ্গলবার সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। স্ক্যানে তার বাঁ হাতের তর্জনিতে হেয়ারলাইন ফ্র্যাকচারের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পরে আবার পর্যালোচনা করব। যেহেতু হেয়ারলাইন ফ্র্যাকচার, আশা করছি সেরে উঠতে খুব একটা লম্বা সময় লাগবে না।’
প্রিমিয়ার লিগে ১২ ইনিংস খেলে মুশফিকের করেছেন ৩৮.১৪ গড়ে ও ১৩০.২৪ স্ট্রাইক-রেটে ২৬৭ রান। লিগ শেষ জিম্বাবুয়ে সফরে যেতে পারবেন তো মুশফিক? তার আঙুলের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। সফরে টি-টুয়েন্টি না খেললেও টেস্ট আর ওয়ানডে খেলবেন মুশি। ৭ জুলাই হবে সিরিজের একমাত্র টেস্ট।
Discussion about this post