জয়ের দ্বারপ্রান্তে ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ৬ উইকেট হাতে নিয়েও শেষ ২ ওভারে চাই ১৩ রান! কিন্তু তারপরও মিলল না সমীকরণ। শুভাগত হোম ও আবু জায়েদ বল হাতে চমক দেখিয়ে ম্যাচ নিয়ে গেলেন সুপার ওভারে। তারপর সেই নাটকীয়তায় জিতে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ নিশ্চিত করল মোহামেডান।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ১০ ওভারে। আব্দুল মজিদের বিস্ফোরক ব্যাটিংয়ে মোহামেডান তুলে ৯ উইকেটে ৮৮ রান। খেলাঘর ৫ উইকেট হারিয়ে থামে ৮৮ রানে। এরপর মূল ম্যাচ শেষে সুপার ওভারে মোহামেডানের পেসার আবু জায়েদ সুপার ওভারে দেন ১৩ রান। দুটি চারে ৪ বলে ১০ রান তুলেন মাসুম খান।
তারপর সৈয়দ খালেদ আহমেদের করা সুপার ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান ইরফান শুক্কুর। এক বল পর স্ট্রাইক পেয়ে মজিদ নেন দুই রান। পরের বলে বাউন্ডারি। শেষ বলে ১ রান নিয়ে দলকে জেতান শুক্কুর। সাকিব আল হাসানকে ছাড়াই দল শেষ ছয়ে!
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১০ ওভারে ৮৮/৯ (মজিদ ৫৭, পারভেজ ৭, শুক্কুর ৫, শামসুর ৮, শুভাগত ২, নাদিফ ০, মাহমুদুল ০, ইয়াসিন ০, তাসকিন ০*, আসিফ ০; মিরাজ ১-০-১২-০, খালেদ ২-১-৯-০, ইফরান ২-০-৯-৪, সাদ্দাম ২-০-১৮-১, মাসুম ২-০-১৭-০, টিপু ১-০-১৬-১)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ১০ ওভারে ৮৮/৫ (ইমতিয়াজ ০, জহুরুল ২৮, সাদিকুর ২, মিরাজ ১৪, মাসুম ৩৩*, কমল ৪, ফরহাদ ২*; তাসকিন ২-০-২২-২, আসিফ ২-০-১৭-১, শুভাগত ২-০-১০-১, ইয়াসিন ২-০-২০-০, আবু জায়েদ ২-০-১৪-১)
ফল: টাই, সুপার ওভারে জয়ী মোহামেডান
ম্যাচসেরা: আব্দুল মজিদ
…………………..
বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির আরেক ম্যাচে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব জিতল ১৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল : ১৩ ওভারে ১২০/৮ (সৈকত ৩৭, আশরাফুল ২৬, জিয়াউর ১২, ইমরুল ১১, সোহান ১১, এনামুল ৪, তানবীর ৬, ইলিয়াস সানি ৩, সোহরাওয়ার্দী ২*, ইবাদত ০*; হামিদুল ২-০-১৩-০, রকিবুল ৩-০-২৪-১, আলিস ৩-০-৩৫-০, পায়েল ৩-০-২১-১, আনিসুল ২-০-২৩-৫)।
ওল্ড ডিওএইচএস: ১৩ ওভারে ১০৪/৭ (আনিসুল ১৪, প্রিতম ৫, মাহমুদুল ৩৩, রায়ান ৩৬, মোহাইমিনুল ৭, রাকিব ০, রাকিন ১*, আলিস ৩, রকিবুল ০*; ইবাদত ৩-০-২৩-২, সাকিল ৩-০-২০-২, জিয়াউর ৩-০-২৮-২, এনামুল ২-০-১৫-০, ইলিয়াস সানি ২-০-১৬-০)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৬ রানে জয়ী।
ম্যাচসেরা: আনিসুল ইসলাম ইমন।
………………………………
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেট হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ৯.১ ওভারে ২ উইকেটে ৪৪ রান তুলতেই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে ম্যাচ নেমে আসে ১২ ওভারে। ব্রাদার্স করতে তুলে ৭৪ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১২ ওভারে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৮৪। দুই বল বাকি রেখে জিতে তারা।
সংক্ষিপ্ত স্কোর :
ব্রাদার্স: ১২ ওভারে ৭৪/৩ (মিজানুর ১৩, জুনায়েদ ২৪, নুরুজ্জামান ৫, মায়শুকুর ১৫*, আলাউদ্দিন ১৪*; রুবেল ২-০-১৩-০, শরিফুল ৪-০-২৪-৩, নাহিদুল ২-০-৪-১, নাঈম ২-০-১০-০, মুস্তাফিজ ২.৫-০-২২-০, অলক ০.১-০-১-০)।
প্রাইম ব্যাংক: (লক্ষ্য ১২ ওভারে ৮৪) ১১.৪ ওভারে ৮৪/৪ (তামিম ২৯, রনি ০, এনামুল ১৫, মিঠুন ২৮, রুবেল ৪*, অলক ৫*; আলাউদ্দিন ৩-০-১৯-৩, মানিক ২.৪-০-১৯-০, মেহেদি ২-০-১৪-০, গাফফার ২-০-১৮-০, রাহাতুল ২-০-১৪-১)।
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ডিএলএস পদ্ধতিতে ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আলাউদ্দিন বাবু।
Discussion about this post