ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাস্তবতা মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বাস্তবতায় এককভাবে ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশা ছেড়ে দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। জানালেন আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টা করবেন তারা। একই সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নেবেন তারা।
এরইমধ্যে আইসিসি জানিয়েছে ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত ৮ বছরের চক্রে ছেলেদের ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপ আছে দুটি, টি-টুয়েন্টি বিশ্বকাপ চারটি ও চ্যাম্পিয়ন্স ট্রফি আছে দুটি। থাকবে চারটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
মেয়েদের ক্রিকেটেও দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও দুটি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি। যুব পর্যায়ে আছে ছেলেদের চারটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, মেয়েদের চারটি অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ।
এ অবস্থায় মঙ্গলবার বিসিবি প্রধান বললেন, ‘এখানে বেশ কিছু সমস্যা আছে। পুরুষদের বিশ্বকাপ নিয়ে যেটা, এখানে ১০টি পূর্ণাঙ্গ স্টেডিয়াম লাগবে। যারাই নেবে তাদের ১০টি পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসহ ভেন্যু থাকতে হবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ, আমাদের এত ভেন্যু নেই। যদি আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে যাই, এটাও আমাদের জন্য কঠিন। আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। এটা আমাদের জন্য ঠিক আছে। আমরা ঠিক করেছি এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টা করব।’
এসিসির সদস্য দেশগুলোর সঙ্গে মিলে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চালাবে বিসিবি। পাপন বলেন, ‘ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ আমরা একা আয়োজন করতে পারব না। আমরা যৌথভাবে আয়োজনের চেষ্টা করব। আমরা যদি একসঙ্গে দেই (বিড করি) তাহলে বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত আছে।’
মঙ্গলবার বিসিবির ১০ম বোর্ড সভার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত
# চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিড করবে বিসিবি
# ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপে যৌথ আয়োজনে অংশ নিতে চায় বিসিবি
# বিসিবির বার্ষিক সভা ৭ জুলাই
# ২০২১-২২ অর্থ বছরের বাজেট ২৬০ কোটি
# বিসিবি টাইগারস নামে ছায়া জাতীয় দল করা হবে
# কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব, তাসকিন। ২২ নারী ক্রিকেটার আসছেন চুক্তিতে
#নির্বাচক নান্নু-হাবিবুলের মেয়াদ বাড়ানো হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত
Discussion about this post