ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) সোমবার অনুষ্ঠিত হয়েছে ছয়টি ম্যাচ। চতুর্থ রাউন্ডে জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।
চলুন দেখে নেই মঙ্গলবারের ডিপিএলের ম্যাচগুলোর সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল-মোহামেডান
শেখ জামাল: ২০ ওভারে ১৬১/৫ (সৈকত ২০, আশরাফুল ১৫, ফারদিন ৯, নাসির ০, সোহান ৬৬*, ইলিয়াস সানি ৫, জিয়াউর ৩৫*; সাকিব ৪-০-১২-২, তাসকিন ৪-০-৩৩-০, আসিফ ৪-০-১৮-১, আবু জায়েদ ৪-০-৩৮-০, আবু হায়দার ৪-০-৫৩-২)।
মোহামেডান: ২০ ওভারে ১৪৫/৮ (মাহমুদুল ১২, পারভেজ ০, সাকিব ২, শামসুর ২৯, ইরফান ০, নাদিফ ৫৭, শুভাগত ১৩, আবু হায়দার ১৪, তাসকিন ৭*, ; নাসির ২-০-৮-০, এনামুল ৩-০-১৩-৩, ইবাদত ৪-১-২৮-১, জিয়াউর ৪-০-২০-২, সাকিল ৪-০-৩৪-০, ইলিয়াস সানি )।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৬ রানে জয়ী।
ম্যাচসেরা: নুরুল হাসান সোহান।
………………………
প্রাইম ব্যাংক-পারটেক্স
প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১৬৭/৫ (তামিম ৪৭, রনি ৮, এনামুল ১৬, মিঠুন ৫৭*, সানি জুনিয়র ১৮, অলক ৬, নাহিদুল ১৩*; জয়নুল ৪-০-৩৩-১, শাহাদাত ৪-০-২৭-০, মেহরাব ৪-০-৩৬-১, রাজিবুল ৪-০-৩০-১, শাহবাজ ১-০-১৯-০, জুবায়ের ৩-০-২২-১)
পারটেক্স: ১৭.২ ওভারে ৯৫ (হাসানুজ্জামান ০, মুসা ২৯, তাসামুল ৮, ধীমান ৮, রাজিবুল ২৩, মেহরাব ১২, শাহবাজ ৮, জয়নুল ০, শাহাদাত ২, জুবায়ের ২; নাহিদুল ২.২-০-২৩-২, রুবেল ৪-১-৩০-৪, মুস্তাফিজ ১-০-৬-০, শরিফুল ৩-১-৯-১, অলক ৪-০-১৩-০, নাঈম ৩-০-১৪-২)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭২ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মেদ মিঠুন
……………………………………………….
লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২০ ওভারে ১৩২/৮ (আজমির ০, মেহেদি মারুফ ২৪, নাঈম ১৩, জাকের ৯, আল-আমিন ১৬, সাব্বির ১৮, সোহাগ ২১, মুক্তার ১১, অনিক ১৩*, শহীদ ০*; মেহেদী ৩-০-২৩-২, নাসুম ৪-০-৯-১, মুকিদুল ৪-০-৩৮-২, মাহমুদউল্লাহ ৪-০-১৯-২, আরিফুল ১-০-১৪-০)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৭.৫ ওভারে ১৩৩/৩ (মেহেদি ১৩, সৌম্য ৫৩, মুমিনুল ৩৪, মাহমুদউল্লাহ ১৫*, ইয়াসির ১৩*; সোহাগ ৪-০-২০-০, শহীদ ৩-০-২২-১, অনিক ৪-০-৩৪-১, আল-আমিন ২-০-২১-০, মুক্তার ২.৫-০-২৩-০, সামাদ ২-০-১২-১)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
…………………………..
ব্রাদার্স-ওল্ড ডিওএইচএস
ব্রাদার্স: ২০ ওভারে ১৩৯/৫ (মিজানুর ২১, জুনায়েদ ৬, জাহিদুজ্জামান ৩, মাইশুকুর ৬৮*, নুরুজ্জামান ৪, রাহাতুল ২৬, আলাউদ্দিন ৮*; রশিদ ২-০-৩১-০, রকিবুল ৪-০-৩৪-০, মোহামামদ শান্ত ৩-০-২০-১, মোহাইমিনুল ৩-০-১১-১, পায়েল ৪-০-২০-০, আলিস ৪-০-২৩-২)।
ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১৩৭/৩ (আনিসুল ৬৪, রাকিন ৩৩, মাহমুদুল ৩৪, রায়ান ৩*, প্রিতম ১*; সাকলাইন ৪-০-২৯-০, নাঈম জুনিয়র ৪-০-২৫-০, রাহাতুল ৪-০-১৫-১, আলাউদ্দিন ২-০-২৪-০, সুজন ৪-০-৩০-০, মানিক ২-০-১৪-১)।
ফল: ব্রাদার্স ইউনিয়ন ২ রানে জয়ী।
ম্যাচসেরা: মাইশুকুর রহমান।
………………….
খেলাঘর-আবাহনী
খেলাঘর: ২০ ওভারে ১৬৪/৬ (ইমতিয়াজ ৬৬, রাফসান ১৮, মিরাজ ৩৩, জহুরুল ৫, মইনুল ৭, সালমান ১৩, মাসুম ৪*, রিশাদ ৮*; সাইফ উদ্দিন ৪-০-২৭-১, আরাফাত সানি ৪-০-২৫-২, তানজিম ৪-০-৩৩-১, তাইজুল ২-০-২১-০, শহিদুল ৩-০-২৯-০, মোসাদ্দেক ৩-০-২৪-২)।
আবাহনী: ২০ ওভারে ১৫৬/৫ (মুনিম ০, নাঈম ৪৯, মুশফিক ৮, শান্ত ৪৯, মোসাদ্দেক ২১, আফিফ ২২*; রনি ৩-০-২৩-২, মাসুম ৪-০-৪০-০, মিরাজ ৪-০-১৯-০, নোমান ৪-০-৩৫-০, খালেদ ৪-০-৩৫-২, রাফসান ১-০-৫-১)।
ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৮ রানে জয়ী।
ম্যাচসেরা: ইমতিয়াজ হোসেন।
…………………………………………..
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-প্রাইম দোলেশ্বর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব:২০ ওভারে ১৬২/৭ (তানজিদ ২৫, সাব্বির ৩৬, রবি ৩৪ম হৃদয় ১০, মাহিদুল ৪৪, অমিত ৪, সুমন ০, মোহর ০*; ফরহাদ রেজা ৪-০-৪৮-১, শরিফ ২-০-২৩-০, এনামুল ৩-০-২৯-০, শামীম ৪-০-২১-২, রাব্বি ৩-০-১৮-১, রেজাউর ৪-০-২২-২)
প্রাইম দোলেশ্বর: ১৯.৪ ওভারে ১৬৩/৬ (ইমরান ৮, তৌফিক ৮, সাইফ ৫০, মাহমুদ ৪১, শমীম ২২, ফরহাদ রেজা ২৭*, মার্শাল ০, ১*; তানভির ৪-০-৩৫-১, মুরাদ ৩-০-১৪-১, সুমন ৩.৪-০-৩৮-১, মোহর ৪-০-২৯-২, ইফতেখার ৩-০-২৪-০, রবি ১-০-১৪-০, সাব্বির ১-০-৭-০)
ফল: প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
Discussion about this post