এক বছরের জন্য তিনি ছিলেন ক্রিকেটের বাইরে। জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার মাশুল গুনেন। এ জন্য পুরো এক বছরই ক্রিকেট থেকে দূরে থাকতে হয় তাকে। সেই ধাপ শেষে ফের মাঠে সাকিব আল হাসান। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। চুক্তিতেও ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অফ ফর্মের কারণে চুক্তি থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ। চলতি বছর সাকিবের সঙ্গে তিনিও ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এবার দু’জনকে ফেরানো হবে কেন্দ্রীয় চুক্তিতেও।
চুক্তিতে ৩ ফরম্যাটেই ফেরানো হবে সাকিবকে। টেস্ট ও ওয়ানডের জন্য চুক্তিতে থাকবেন তাসকিন। তাসকিনের ওপর কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকবাজকেবিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন, কেন্দ্রীয় চুক্তিতে কতজন ক্রিকেটার খেলবেন এ নিয়ে সিদ্ধান্তটা আসবে আগামী সভায়। আর এ বিষয়ে গত সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম।’
এমনিতে বিসিবির কেন্দ্রীয় চুক্তি মূলত জানুয়ারি থেকে ডিসেম্বরের জন্য করা হয়। এবার করোনাভাইরাসের কারণে এবার কিছুটা দেরিই হচ্ছে এই চুক্তি।
বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ১৭ জন ক্রিকেটার। এবার নতুন চুক্তিতে সংখ্যাটা বেড়ে হবে ১। এবারের চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক হবে মুশফিকুর রহিমের। অফ ফর্মে থাকলেও চুক্তিতে থাকতে পারেন লিটন দাস। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানকে রাখা হবে ওয়ানডে আর টি-টুয়েন্টির চুক্তিতে।
Discussion about this post