ঢাকার ক্রিকেটের টুকটাক খবর যারা রাখেন তাদের কাছে আলাউদ্দিন বাবুর নামটা কোনভাবেই অপরিচিত নয়। সেই ২০১০ সাল থেকে খেলছেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে। তাকে দেখা গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ আর ২৩ দলে। খেলেছেন এ দলেও। আর ক্লাব ক্রিকেটে বড় দলগুলোতে তো খেলছেনই। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও ঠিকই আলো ছড়াচ্ছেন আলাউদ্দিন বাবু। এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার।
বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনন্য এক কীর্তি গড়লেন আলাউদ্দিন বাবু। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করলেন এই পেস বোলার। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের গড়েন অনন্য কীর্তি। পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করলেন বাবু।
মিরপুরের রূপগঞ্জের ব্যাটসম্যান মুক্তার আলী, সোহাগ গাজী ও নাবিল সামাদকে আউট করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আলাউদ্দিন। খেলার ১৮তম ওভারের পঞ্চম বলে মুক্তার আলীকে ফিরিয়ে শুরু। এরপর ফেরান সোহাগকে। শেষে নাবিলকে আউট করে মাতেন হ্যাটট্রিক আনন্দে। সব মিলিয়ে ম্যাচে ২৯ বছর বয়সী ডানহাতির বোলিং ফিগারটা ৩.১-০-২১-৪!
বাংলাদেশের ক্রিকেটারদের ২০ ওভারের ক্রিকেটে এটি ষষ্ঠ হ্যাটট্রিক।পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে পেলেন হ্যাটট্রিক। আলাউদ্দিনের আগে হ্যাটট্রিক করেছেন আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, মানিক খান ও কামরুল ইসলাম রাব্বী। এরমধ্যে পেসার আল-আমিন হ্যাটট্রিক করেন দুইবার।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের যতো হ্যাটট্রিক ম্যান-
বোলার দল প্রতিপক্ষ বছর
আল আমিন হোসেন (বিসিবি একাদশ) – প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আল আমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) – প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) – প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) – প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ (২০২১)
Discussion about this post