বৃষ্টিতে আগের ম্যাচ পরিত্যক্ত। যেখানে জয় দেখতে পারতো দল। কিন্তু বৃষ্টির কারণে যে চ্যালেঞ্জটাই নিতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় ম্যাচে এসে সুযোগ পেলেও কাজে লাগানো হলো না। ব্যাটসম্যানদের পর ব্যর্থ বোলাররাও। আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক শুরুতে পিছিয়ে যায় দল। এরপর মিজানুর রহমান ম্যাচটা শেষ করে দিলেন। তার পথ ধরে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারাল ব্রাদার্স ইউনিয়ন।
অথচ শক্তির বিচারে এগিয়ে থেকেই মাঠে নামে রূপগঞ্জ। কিন্তু ব্যাট-বলের লড়াইয়ে ব্রাদার্সের ক্রিকেটারদের হাসিমুখ। তারা জিতল ৮ উইকেটে। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে রূপগঞ্জকে ১১১ রানে অলআউট করে ব্রাদার্স। যেখানে টানা তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন আলাউদ্দিন।
তারপরই ব্রাদার্স সেই পুঁজি পেছনে ফেলে ২৭ বল বাকি রেখেই জয় তুলে নেয় গোপীবাগের দলটি। অধিনায়ক মিজানুর ৫২ বলে ৭৪ রান করেন।
মিরপুরের শেরেবাংলায় সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। কিন্তু শুরুতেই বিপর্যয়। প্রথম ওভারেই উইকেট নেন আলাউদ্দিন। তারপর একের পর এক উইকেট হারিয়েছে দল। আরেক ওপেনার সাদমান ইসলাম বোল্ড আউট। আল আমিনও ফেরে দ্রুত। রূপগঞ্জের তখন ৩ উইকেটে ৩৪ রান।
এরপর যা একটু লড়লেন নাঈম ইসলাম। রূপগঞ্জ অধিনায়ক জুটি গড়েন সানজামুল ইসলামের সঙ্গে। কিন্তু নাঈম ইসলাম আউট ২৮ বলে ৩৮ রান করে। সাব্বির রহমান ১৮ বলে ২৩। ইনিংসের শেষ ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন আলাউদ্দিন। মুক্তার আলিকে ফিরিয়ে শুরু। এর পরের দুই শিকার সোহাগ গাজী ও নাবিল সামাদ। টি-টুয়েন্টিতে হ্যাটট্রিক করা বাংলাদেশের পঞ্চম বোলার আলাউদ্দিন বাবু।
জবাবে নেমে দারুণ ব্যাট করেন মিজানুর ও জুনায়েদ সিদ্দিক। ৮ ওভারে গড়েন ৫৩ রানের জুটি। জুনায়েদ ১৯ বলে ২১। মিজানুর ৮ চার ও ৩ ছক্কায় ৭৪। তবে ম্যাচসেরা হ্যাটট্রিক ম্যান আলাউদ্দিন বাবু!
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ: ১৯.১ ওভারে ১১১ (আজমির ১, সাদমান ৭, নাঈম ৩৮, আল আমিন ৪, সানজামুল ১৩, সাব্বির ২৩, জাকের ১২, সোহাগ ২, মুক্তার ৬, শহীদ ০*, নাবিল ০; আলাউদ্দিন ৩.১-০-২১-৪, মানিক ৪-১-১১-১, সুজন ৩-০-১৪-২, সাকলাইন ৩-০-২২-২, রাহাতুল ২-০-১৯-০, নাঈম জুনিয়র ৪-০-২৩-১)।
ব্রাদার্স: ১৫.৩ ওভারে ১১২/২ (মিজানুর ৭৪, জুনায়েদ ২১, জাহিদুজ্জামান ১১*, মাইশুকুর ৬*; নাবিল ৪-১-১৮-০, শহীদ ২-০-২৪-১, সানজামুল ৪-০-২৬-১, সোহাগ ৪-০-৩১-০, মুক্তার ১.৩-০-১৩-০)।
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আলাউদ্দিন বাবু।
Discussion about this post