তিনি পরিশ্রমী এক ক্রিকেটার। নিজেকে ছাড়িয়ে যেতে চেষ্টার কোন ত্রুটিই রাখেন না। তবে ফিটনেস নিয়ে সন্তুষ্ঠি ছিল না তার। এ জন্য লড়ে গেছেন। টানা তিন বছরের পরিশ্রমে এবার সফলতার মুখ দেখলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার জাতীয় দলের এই তারকা ক্রিকেটার জানালেন তিনি আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে।
ধারাবাহিক সফলতার জন্য ফিট থাকা জরুরী। তিন বছরের সাধনায় তিনি এখন ক্যারিয়ারের সেরা ফর্মে। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তার আগে গণমাধ্যমে কথা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলুন দেখে নেই কী বললেন তিনি।
সিরিজে কি লক্ষ্য- তিন শূন্য?
অবশ্যই ইনশাল্লাহ। তিন শূন্য অবশ্যই টার্গেট।
প্রথম দুই ম্যাচে টপ অর্ডারদের পারফরম্যান্স প্রত্যাশিত হয়নি…
আমার মনে হয় অভারঅল ব্যাটিং-বোলিং হোক আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। তো এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। তো আই হোপ ইনশাল্লাহ আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমরা ব্যক্তিগত ভাবে মনে করি যে টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার লেট মিডল অর্ডার, স্লগ ওভারে প্রথম ম্যাচে তুলতে পারিনি। ওই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরেকটু ভাল পারফর্ম করা উচিত। এবং আমরা সেদিকেই তাকিয়ে।
নিজেকে নিয়ে কী বলবেন…
কোন বদল না আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিক থাকার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভাল অনুভব করছি। যেটা আমি সবসময় ফিল করি যে সঠিক সময়ে দলের জন্য অবদান রাখা যেহেতু আমি ছয় নাম্বারে ব্যাটিং করছি। তো ঠিক সময়ে আমি যদি দলের জন্য অবদান রাখতে পারি সেটা আমার ও দলের জন্য ভাল। এবং কালকে আরেকটা সুযোগ তো ইনশাল্লাহ কালেকেও ভাল করর চেস্টা করব।
জয়ে চোখ…
না না অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাইংয়েল একটা বিষয় থাকে তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার তো কেন নয়? আমি যেটা বললাম আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি। তো আমরা ওটাই দেওয়ার চেষ্টা করব ও ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেয়ার চেষ্ট করব।
ফিটনেস প্রসঙ্গে…
আলহামদুলিল্লাহ! মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আমি আছি। এটা নিয়ে গত দুই তিন বছর ধরে আমি কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি, রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম… ব্যালেন্সিং কাজ আমার অনেক বেশি করা লাগে, মেনটেনেন্স কাজ করা লাগে। তো এই জিনিসগুলো আমি করার চেষ্ট করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভাল থাকে।
Discussion about this post