সকাল থেকেই একের পর নাটক। অনিশ্চয়তার কালো মেঘ ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ঘিরে। তবে শেষ অব্দি জানা গেল ম্যাচ চলবে। অথচ রোববার প্রথম ওয়ানডে শুরুর আগে প্রথম কোভিড পরীক্ষায় শ্রীলঙ্কার তিনজন পজিটিভ হওয়ার খবর উড়ছিল। কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে পাওয়া দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ কেবল একজন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাল, আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে সমস্যা নেই।
এর আগে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছিলেন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস আর দুই পেসার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। কিন্তু দ্বিতীয় পিসিআর পরীক্ষায় ভাস ও উদানার নেগেটিভ হন। ফের পজিটিভ হয় ফার্নান্দোর ফল। এ অবস্থায় তাকে আইসোলেশনে রেখে চলবে খেলা চালিয়ে নেবে দুই দল।
তিন ম্যাচ প্রথম ওয়ানডে শুরু রোববার দুপুর একটায় শুরু হতেও কোন সমস্যা নেই। বিসিবির পরিচালক জালাল ইউনুস জানান, দ্বিতীয় পরীক্ষায় শুধুমাত্র ফার্নান্দো পজিটিভ এসেছে। তাকে আইসোলেটেড করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক শাকিল আহমেদ বলেন, ‘আমরা ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষার ফল হাতে পেয়েছি। পজিটিভ হওয়ার যে সব খবর ছড়িয়েছে, সবগুলোই ভিত্তিহীন। শুধুমাত্র শিরান ফার্নান্দোর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বাকি দুজন নেগেটিভ। এমনকি বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার এবং বাস ড্রাইভারের পজিটিভ হওয়ার যে খবর ছড়িয়েছে তারও ভিত্তি নেই।‘
এ অবস্থায় আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে কোনো সমস্যা নেই। আক্রান্তকে আইসোলেশনে রাখা হয়েছে। ২৮ বছর বয়সী ফার্নান্দো এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আর শ্রীলঙ্কার বোলিং কিংবদন্তি ভাস কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন। দলের বাকি সবাই কমপক্ষে এক ডোজ টিকা নিয়ে এসেছেন বাংলাদেশে।
Discussion about this post