করোনাভাইরাস খেলার মাঠকেও স্বস্তি দিচ্ছে না। এবার তো আরও একটি আয়োজন থমকে গেল। এশিয়া কাপের ভাগ্য অনিশ্চিত ছিল আগেই। তার মধ্যে স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ফের স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা এমনই তথ্য দিয়েছেন।
আগামী জুনে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল এশিয়া কাপ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নেওয়ায় এই টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা ছিলই। অ্যাশলি ডি সিলভা বলেন, ‘বিরাজমান পরিস্থিতির কারণে, এই বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।’ অবশ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও এশিয়া কাপ পিছিয়ে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১০ দিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সব বিমান চলাচল শ্রীলঙ্কা সরকার।
এমনিতে গত বছরের সেপ্টেম্বরেই পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায়। তখনই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অদল-বদল হচ্ছে আয়োজনের স্বত্ব। আগামী বছরের পাকিস্তান হবে আয়োজক।
এশিয়া কাপ স্থগিত হওয়ায় দুই সংস্করণের জন্য দুটি দল করতে হচ্ছে না ভারতকে। সামনের ১৮ জুন সাউথ্যাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত।
Discussion about this post