ভারতে ৫ দিন। এরপর বাংলাদেশে এসে ১৪ দিন। সব মিলিয়ে লম্বা সময় থাকতে হয়েছে হোটেলবন্দি। ঠিক এমনই যখন অবস্থা তখন সামনে আরেক মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। তার আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান।
প্রথম ম্যাচে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মুখোমুখি হয়েছে লাল দল ও সবুজ দল। আগে ব্যাট করা সবুজ দলের হয়ে বড় ইনিংস খেলতে পারলেন না সাকিব। ২০ বলে ২৭ রান করে ফিরেন সাজঘরে।
ম্যাচে টস জিতে সবুজ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল লড়ে যাচ্ছে। দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার বাকিদের সুযোগ দিতে অবসরে যান তারা।
তবে ইনিংসের শুরুতে একবার রান আউট হন সৌম্য। ফিল্ডারের কড়া আবেদনে আউটের সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার। ২ রানে ফিরতে যাচ্ছিলেন এই ওপেনার। আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরা সৌম্যকে আটকান হেড কোচ রাসেল ডমিঙ্গো। অনেক ধরেই সৌম্যর ব্যাট কথা বলছে না। এ কারণেই প্রস্তুতি সারতে তাকে ফের ব্যাটিংয়ে পাঠানো হয়। সৌম্য ৪০ ঊর্ধ্ব ইনিংস খেলে অবসরে গেছেন। নাঈম অবসরের আগে করেন ৪৮ রান।
আইপিএল থেকে ফেরা সাকিব সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। অবশ্য প্রস্তুতিতে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার শেখ মেহেদী হাসানের বলে আউট হন ২৭ রানে। মোহাম্মদ মিঠুন ৩ রান করে আউট।
প্রথম প্রস্তুতি ম্যাচের দুই দলের একাদশ-
লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
Discussion about this post