কোচ হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছে আরও আগে। একাধিক বয়সভিত্তিক দলে ছিলেন দ্বায়িত্বে। প্রথম শ্রেণির ক্রিকেটের দল ঢাকা মেট্রোর কোচও ছিলেন মেহরাব হোসেন অপি। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্বপ্রাপ্ত জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এবার মোহামেডান স্পোটিং ক্লাবেরও কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে।
ঢাকা প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী মোহামেডানের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অপি। দলটির নিয়মিত কোচ সোহেল ইসলামের অনুপস্থিতিতে তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছে ঐতিহ্যবাহী ক্লাবটির প্রতিনিধিরা।
এবার রীতিমতো চমক রাখছে মোহামেডান। এই ক্লাবটির জার্সিতে দেখা যাবে সাকিবকে। বিসিবি ও সিসিডিএম থেকে তার অন্তর্ভুক্তি নিয়ে মৌখিক অনুমতিও নাকি পেয়ে গেছে মোহামেডান। এরইমধ্যে ক্লাবটি থেকে প্রস্তাব পাওয়ার পর খেলতে রাজি হয়েছেন সাকিব।
সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘দেখুন, সাকিব ফ্রি প্লেয়ার ছিল। আইনগতভাবে ফ্রি প্লেয়ারকে নিতে কোন বাধা নেই। সাকিব তার ইচ্ছানুযায়ী যে কোন ক্লাবে খেলতে পারেন। সিসিডিএম ও বিসিবি এমন মতামতই দিয়েছে। মোহামেডান তাকে নিতে চেয়েছে। তার দলবদলের কপিও পেয়েছি আমি। এ অবস্থায় মোহামেডানে খেলতে সাকিবের আর কোন বাধা নেই।’
বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ানের সঙ্গে সাকিব। সব মিলিয়ে দর্শকরা বাড়তি আগ্রহ পাচ্ছেন। টি-টুয়েন্টি ফরম্যাটে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী ৩১ মে।
Discussion about this post