সন্দেহ নেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের প্রধানতম অস্ত্র রুবেল হোসেন। কিন্তু দলের এই অভিজ্ঞ ক্রিকেটারের সময়টা ভাল যাচ্ছে না। ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় রুবেল। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের মাঠে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটিতে এই বোলারকেও নাও দেখা যেতে পারে। তবে রুবেলের অপেক্ষায় থাকবে বাংলাদেশের টি ম্যানেজম্যান্ট। সিরিজের প্রথম ম্যাচ ২৩ মে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী যেমন ইঙ্গিত দিলেন, তাতে ওয়ানডে সিরিজে না-ও দেখা যেতে পারে রুবেলকে। ডানহাতি এই পেসার ভুগছেন পিঠের চোটে।
কেমন আছেন রুবেল…
রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে এলিট লেভেলে বল করছেন সেহেতু এ ধরণের বোলারদের ব্যাকে কিছু ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গিয়েছে। যা দীর্ঘ মেয়াদি বোলিংয়ের রিঅ্যাকশন হিসেবেই আমরা সাধারনত পেয়ে থাকি। পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন রুবেলের জন্য। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দিবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।
চলছে পুনর্বাসন…
ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, বিবেচনার বিষয়টি শেষ মুহূর্তে নির্বাচকরা সিদ্ধান্ত নিবে। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কি আমরা সেটা জানাবো। এখনই তো বলার প্রয়োজন নেই যে সেই দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন আমাদের জিজ্ঞেস করবে সেদিন আমরা আপডেট জানাবো। এটা ততদিনে আরেকটু ভালো হবে।
খেলাটা সহজ না পেসারদের
এটা যতদিন ও খেলবে ততদিনই চলবে। আপনি দেখবেন যেকোনো বড় বোলার নামকরা বোলার যারাই কিন্তু ১২-১৫ খেলেছে তারাইতো সফল। ১২-১৫ বছর কিন্তু খেলাটা সহজ না পেসারদের জন্য। শুধু রুবেল না আমাদের অন্য অনেক পেসারই এরকম সমস্যায় ভুগছে। দেখা যায় ক্যারিয়ার লম্বা হয়না কিংবা মাঝে মাঝে খেলে। নিউজিল্যান্ডে থাকা অবস্থাতেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল এবং এই মুহূর্তে ওর কিন্তু ক্লিনিকালি কোনো ব্যথা নেই। এটা ওর নিজেকে কল দিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ওর নিজের বুঝতে হবে। আমরা পরীক্ষা করে আসলে এই মুহূর্তে কোনো ব্যথা পাচ্ছিনা। তার মানে এই না যে ওর কনফিডেন্স কিংবা ভেতরের অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে। এগুলো সব মিলিয়ে আমরা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নিচ্ছি। শেষ মুহূর্তে আমাদের নির্বাচকরা জিজ্ঞেস করলে আপডেট দিব।
Discussion about this post