রোববার সকালেই বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সফরে তারা টাইগারদের সঙ্গে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ঢাকায় এসেই হোটেলে বন্দি থাকতে হচ্ছে সফরকারীদের। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলবে কোয়ারেন্টাইন।
করোনার কারণেই এই সতর্ককতা। শ্রীলঙ্কা ক্রিকেট দল করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসেছে। এখান তিনদিনের রুম কোয়ারেন্টাইন। এরমধ্যে দুইবার নেগেটিভ হলেই অনুশীলনের সুযোগ পাবে লঙ্কান দল।
কেমন হবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোয়ারেন্টাইন প্রক্রিয়া- তাই জানালেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমে তিনি কী বললেন চলুন দেখে নেই-
বাইরে আসবেন না এই তিন দিন…
বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিনদিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিনদিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীননের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন। এই পদ্ধতি আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছি তখন আমরাও ফলো করেছি।
চারবার করোনা পরীক্ষা
মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের উপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।
চলছে টাইগারদের পরীক্ষা
বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আসলে এই মাসের শুরু থেকে। বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফর করেছেন তাদের পরীক্ষা বাকি। তবে ঢাকায় অবস্থান করা অন্যদের কোভিড পরীক্ষা শুরু হয় এই মাসের প্রথম থেকে। আর তারা এক ধরণের মোডিফাইড বায়ো বাবল সিকিউরিটিতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছিল। আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও হবে, আগামীকালও হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখ অনুশীলন শুরু করবে।
প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা অনুসারে আমরা অনুসরণ করছি। সরকার আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেভাবেই কোভিড প্রটোকল অনুসরণ করার চেষ্টা করছি। প্রত্যেকটা প্লেয়ারের জন্যই, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।
সব কিছু ঠিক থাকলে সোমবার করোনা পরীক্ষা শেষে মঙ্গলবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ২৩ মে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে, মিরপুরের শেরেবাংলায়।
Discussion about this post