ফের চলছে ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলি হামলা। একের পর এক বিমান হামলায় নারী-শিশু নির্বিচারে হত্যা হচ্ছে। ঠিক এমন সময়ে ইসরায়েলি এই আগ্রাসনের প্রতিবাদে জানাচ্ছেন অনেকেই। শান্তিগামী সেই প্রতিবাদে সামিল ক্রীড়াঙ্গনের মানুষরাও। শনিবার রাতে এফএ কাপ জয়ের পরই ইসরায়েলি হামলা-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী।
লেস্টার সিটির হয়ে খেলা এ ফুটবলার মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়ান। শিরোপাজয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে তুলে ধরলেন ফিলিস্তিনি পতাকা। জানালেন দেশটিতে চলমান ইজরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ।
এর আগে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ও আর্সেনাল খেলোয়াড় মোহামেদ এলনিনি।
এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের প্রতিবাদ জানানো বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একাধিক সংবাদ।হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট।
ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজাদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানান। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা। সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ। একদিন লেস্টার সিটি ক্লাব স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে খেলবে।’
Discussion about this post