ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার হাতে ছুটি নেই একদম। সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। তার আগে ঈদের আনন্দ পরিবারের সঙ্গেই ভাগাভাগি করে নিলেন তাসকিন আহমেদ। ঢাকাতেই ঈদের দিনটা কাটালেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। করোনাভাইরাস আর শ্রীলঙ্কা সিরিজ সিরিজ মাথায় রেখে একটু বাড়তি সতর্ক থেকেই সময় কাটাচ্ছেন তিনি। অবশ্য একদিন বাদেই তো শুরু হয়ে যাবে লঙ্কা সিরিজের ক্যাম্প।
তার আগে শ্রীলঙ্কা থেকেই ফিরেই হোম কোয়ারেন্টাইনে আছেন তাসকিন। মাঠ ও নিজের বাড়িতেই কাটছে সময়। এরমধ্যে সবাইকে নিয়ে ঈদ করতে পেরে যারপনাই খুশি এই তারকা ক্রিকেটার। এবার ভিন্ন আবহ। নিজেও বাবা হয়েছেন এই তারকা ক্রিকেটার। আর নিজের বাবাকে নিয়ে তিন প্রজন্মের ঈদ আনন্দ।
ঈদ নিয়ে গণমাধ্যমে তাসকিন জানান, এখন আর আগের মতো সালামি পান না। বলেন, ‘আসলে বাবা-মায়ের কাছে আবদার তেমন করিনা। কিন্তু বাবা-মা শপিং করার জন্য জোর করেন। এখন কেউ সালামি দেয় না, ওটা দিতে হয় আমাকেই। আগে শুধু আমি আর বাবা থাকতাম, এখন তো ঈদে আমি নিজেও একজন বাবা।’
বাবা-মাকে নিয়ে তাসকিন বলেন, ‘আমার বাবা-মা আমাকে যেভাবে সবসময় পাশে থেকে মানুষ করেছেন এটাই ধন্যবাদ বলে তাদেরকে ছোট করতে চাই না। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ও দীর্ঘজীবী করুক। তারা সব সময় আমার পাশে আছেন।’
ছুটি কাটিয়ে ক্যাম্পে যোগ দিবেন তাসকিন। মিরপুরের শেরেবাংলায় লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ ২৩ মে। তার আগে ১৬ মে থেকে ফের শুরু অনুশীলন।
Discussion about this post