যে কারোর সাফল্যের পেছনে সবচেয়ে বেশি যার অবদান থাকে তার পরিবারের, তিনি মা। সন্তানের চলার পথটা মসৃন করে দেন তিনিই। সেই মায়ের জন্য আজ রোববার বিশেষ দিন। পাশ্চাত্যের দুনিয়ায় সেই ১৯১২ সালে শুরু মাদার্স ডে। আনা জার্ভিস তখনো হয়তো ভাবতেই পারেন নি একদিন গোটা বিশ্ব মে মাসের দ্বিতীয় রোববার এমন উৎসব করে মায়েদের জন্য একটি দিন পালন করবে। পাশ্চাত্যের সেই হাওয়া ভাল করেই লেগেছে বাংলাদেশে। তাইতো এখানেও বিশেষ করে শহরে পালন করা হচ্ছে মা দিবস।
শেষ এ দিনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের সকল মায়েদের। মুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল ও তাসকিন আহমেদও।
রোববার সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে মা দিবসের শুভেচ্ছা জানালেন। মা শিরিন রেজা ও স্ত্রী উম্মে আহমেদ শিশির-সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দেন তিনি। ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকা সাকিব লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের অরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালও। এই ওপেনার ঘরে নিভৃতবাস থেকে ফেসবুকে লিখলেন, ‘সকল মা’য়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’ যেখানে মায়ের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তামিম। আরেকটি ছবিতে দেখা যায় তার স্ত্রী-সন্তানকে।
রোববার মা দিবসে শুভেচ্ছা জানালেন তাসকিন আহমেদও। জাতীয় দলের ক্রিকেটার তার অফিসিয়াল ফেসবুক পেজে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন। যেখানে লিখেছেন, ‘শুভ মা দিবস। যিনি আমার জীবনের সবচেয়ে বেশি ভালবাসার মানুষ। আলহামদুলিল্লাহ!’
Discussion about this post